আইপিএল

মুম্বাইয়ের সূর্যকুমারকে দেখে আফসোসে পুড়ছেন গম্ভীর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:36 শুক্রবার, 24 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০১২ সালে কলকাতার হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হয় সূর্যকুমার যাদবের। এরপর ২০১৭ পর্যন্ত টানা পাঁচ মৌসুম খেলেছেন এই দলের হয়ে। কিন্তু পারফরম্যান্স দিয়ে কখনোই লাইম লাইটে আসতে পারেননি। যে কারণে ২০১৮ সালে তাকে ছেড়ে দেয় কলকাতা। সেই আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পান এই ডানহাতি ব্যাটসম্যান।

এরপর থেকে মুম্বাইয়ের হয়ে ব্যাট হাতে দারুণ সময় পার করছেন তিনি। সূর্যকুমারকে দুর্দান্ত পারফরম্যান্স করতে দেখে আফসোসে পুড়ছেন গৌতম গম্ভীর। সূর্যকুমারের এমন দুর্দান্ত ফর্ম দেখে আফসোস করছেন তার সাবেক ফ্র্যাঞ্চাইজি কলকাতার সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর। কলকাতার সাবেক অধিনায়ক মনে করেন, তাঁর ক্যারিয়ারে যদি কোনো আফসোস থাকে, তাহলে সেটি সূর্যকুমারকে উপরের দিকে ব্যাটিং না করানো। 

কলকাতায় লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করলেও মুম্বাইয়ের হয়ে ব্যাটিং করেন টপ অর্ডারে। আর সেখানেই ধরা দেয় সাফল্য। কলকাতার হয়ে পাঁচ মৌসুমে ৫৪ ম্যাচ খেলে করেছিলেন ৬০৮ রান আর মুম্বাইয়ে ফিরে প্রথম আসরেই করেন ৫১২ রান।

এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ৩১ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যানকে। মুম্বাইয়ে খেলা তিন মৌসুমেই হেসেছে তার ব্যাট, সবগুলো আসরেই রান করেছেন চার শতাধিক করে। পাশাপাশি ছিলেন দলের অন্যতম সেরা পারফর্মারও।

এখন পর্যন্ত মুম্বাইয়ের হয়ে ৫৪ ম্যাচ খেলে করেছেন ১৫৯২ রান। ২০১৮ সালে সূর্যকুমারকে ছেড়ে দেয়া কলকাতার জন্য বড় ক্ষতি ছিল বলে মনে করেন গম্ভীর। তিনে ব্যাটিং করার সুযোগ দিতে না পারায় আফসোসে পুড়ছেন গম্ভীর।

সূর্যকুমার প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘আমার একমাত্র আফসোস সূর্যকুমার যাদবকে তিনে ব্যাটিং না করানো। দলে মানিশ পান্ডে এবং ইউসুফ পাঠান ছিল এর ফলে তাকে ফিনিশারের দায়িত্ব দেওয়া হতো। দল বদল স্বাভাবিক ব্যাপার কিন্তু সূর্যকুমারকে ছেড়ে দেওয়া কলকাতার জন্য বড় ক্ষতি।’

তিনি আরও বলেন, ‘চার বছর ধরে তাকে আমরা প্রস্তুত করেছি এবং তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়ে ছেড়ে দিয়েছি। কারণ আমরা তাকে তিন নম্বর পজিশনে ব্যাটিং করার সুযোগ দিতে পারিনি। সাত নম্বরে ব্যাটিং করলে এক মৌসুমে সে ৪০০-৫০০ রান করতে পারতো না।’