বাংলাদেশ ক্রিকেট

আকবর-জয়ের ব্যাটে এইচপির লিড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:17 বৃহস্পতিবার, 23 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম দিনে ৫ উইকেট নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিংয়ে ইউনিটে ধস নামিয়েছিলেন হাসান মুরাদ। দ্বিতীয় দিনের সকালে বাকি এক উইকেট নেয়ার দায়িত্বটাও নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। ‘এ’ দলের ২৩১ রানের জবাব দিতে নেমে দারুণ ব্যাটিং করেছে হাই পারফরম্যান্স (এইচপি) দলের ব্যাটসম্যানরা। 

দ্বিতীয় দিন এইচপির হয়ে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয় ও আকবর আলী। হাফ সেঞ্চুরি না পেলেও লিড এনে দিতে ভূমিকা রেখেছেন তৌহিদ হৃদয়। দ্বিতীয় দিন শেষে এইচপি দলের সংগ্রহ ৮ উইকেটে ২৩৭ রান। বাংলাদেশ ‘এ’ দলের চেয়ে ৬ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামবে এইচপি দল।

বাংলাদেশ ‘এ’ দলের করা ২৩১ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পারেনি এইচপি। দলীয় মাত্র ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে আকবরের দল। যেখানে দ্রুতই সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও শাহাদাত হোসেন দিপু।

এরপর অবশ্য প্রতিরোধ গড়ে তোলেন জয় ও হৃদয়। তাঁদের দুজনের জুটি থেকে এসেছে ১০৩ রান।  জয় হাফ সেঞ্চুরি পেলেও ৩ রানের জন্য আক্ষেপে পুড়তে হয়েছে হৃদয়কে। চারটি চারের সাহায্যে ১২০ বলে ৪৭ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। 

হাফ সেঞ্চুরি তুলে নেয় জয় সাজঘরে ফেরেন ১৫৭ বলে ৭৩ রান করে। ইনিংসটি খেলতে আটটি চার মারেন জয়। মাঝের দিকে হাফ সেঞ্চুরি পেয়েছেন আকবর। ৯১ বলে ৫১ রানের ইনিংস খেলার পর রাকিবুলের বলে আউট হয়েছেন। 

শেষ দিকে ৪১ বলে ৩৫ রান করেছেন আনিসুল হক ইমন। তাতে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে এইচপি। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রাকিবুল তিনটি, খালেদ আহমেদ দুটি এবং একটি করে উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম, নাঈম হাসান ও আবু জায়েদ রাহি। 

এর আগে দ্বিতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে প্রথম দিনের সঙ্গে মাত্র ৮ রান যোগ করে তারা। এইচপির হয়ে ৬টি উইকেট নিয়েছেন মুরাদ। এ ছাড়া দুটি উইকেট নিয়েছেন সুমন খান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ দল- ২৩১/১০ (ওভার ৯১.৫) (শান্ত ৭২, মুমিনুল ৬২, শহিদুল ৩৬, নাঈম ৩১, মুরাদ ৫/৫৫, সুমন ২/৩৬)

এইচপি দল - ২৩৭/৮ (ওভার ৭৯.১) (জয় ৭৩, আকবর ৫১, হৃদয় ৪৭, রাকিবুল ৩/৬০, খালেদ ২/৪৬)