পাকিস্তান - নিউজিল্যান্ড সিরিজ

মুম্বাই থেকে ই-মেইলে হুমকি পেয়েছে নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:04 বৃহস্পতিবার, 23 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ই-মেইলে হুমকি পেয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ না খেলেই দেশে ফেরেন নিউজিল্যান্ড। টম লাথাম-হামিশ বেনেটরা দেশে ফেরার পর ইংল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করে। এমন ঘটনার পর তদন্তে নামে পাকিস্তান।

তদন্ত শেষে নিউজিল্যান্ডকে প্রাণনাশের হুমকি দেয়া ই-মেইলের খোঁজ পেয়েছে দেশটির সাইবার অপরাধ ইউনিট। যেখানে বলা হয়েছে, ভারতের মুম্বাই শহর থেকে হামজা আফ্রিদি নামের একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে সেই বার্তা পাঠানো। তদন্ত শেষে সাইবার অপরাধের মামলাও দায়ের করা হয়েছে।

এ প্রসঙ্গে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেন, ‘নিউজিল্যান্ডকে হুমকি দিয়ে যেই ডিভাইস থেকে মেইল পাঠানো হয়েছে সেই ডিভাইসটির অবস্থান ভারতে। মহারাষ্ট্র থেকে ই-মেইলগুলো পাঠানো হয়েছে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে প্রায় ১৮ বছর পর পাকিস্তানে পা রাখে নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডের আগে হুমকির কথা জানিয়ে সিরিজ স্থগিত করে কিউইরা। যদিও পাকিস্তান সফরে যাওয়ার আগেই নিউজিল্যান্ডকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছিল।

গত ২৪ আগস্ট নিউজিল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান মার্টিন গাপটিলকে হুমকি দিয়ে ই-মেইল পাঠিয়েছিল হামজা আফ্রিদির অ্যাকাউন্ট থেকে। যেখানে তালেবান এবং তেহরিক-ই-লাব্বাইক এর নামের উল্লেখ করেছিল এবং গাপটিলকে মারার হুমকি দেয়া হয়েছিল।

ই-মেইলে গাপটিলের স্ত্রীকে লিখেছিল, ‘মার্টিন গাপটিল পাকিস্তান থেকে কফিনে করে দেশে ফিরবে। শেষকৃত্যের জন্য প্রস্তুত হও। তালেবান, তেহরিক-ই-লাব্বাইক ও পাকিস্তান দীর্ঘজীবী হোক।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Fawad Chaudhry (fawadchaudhryhussain)