আইপিএল

করোনার প্রভাব পড়বে না হায়দরাবাদের পারফরম্যান্সে: বেলিস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:09 বৃহস্পতিবার, 23 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার থাবায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর মাঝপথেই স্থগিত হয়েছিল। বিরতির পর এবার আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে আসরের বাকি অংশ; কিন্তু এখানেও করোনার হানা। এবার করোনা পজিটিভ হয়েছেন থাঙ্গারাসু নাটারাজন। দলের গুরুত্বপূর্ণ পেসার করোনায় আক্রান্ত হলেও তা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না বলে বিশ্বাস সানরাইজার্স হায়দরাবাদ কোচ ট্রেভর বেলিসের।

গত বুধবার (২২ সেপ্টেম্বর) আরব আমিরাত পর্বে নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামার আগে করোনা পরীক্ষায় পজেটিভ হন হায়দরাবাদের ইয়র্কার বিশেষজ্ঞ নাটারাজন। এরপর তাকে পাঠানো হয় আইসোলেশনে।

এই ম্যাচে নাটারাজন খেলতে না পারলেও ম্যাচটি ঠিক সময়েই অনুষ্ঠিত হয়েছে। যেখানে হেরেছে তার দল। বেলিস ম্যাচ হারায় কিছুটা হতাশ হলেও তিনি জানিয়েছেন, কোভিডের ফলাফল মাঠের খেলায় প্রভাব ফেলবে না।

ম্যাচ শেষ বেলিস বলেন, ‘আমি মনে করি, কোভিডের ফলাফল ম্যাচে প্রভাব ফেলবে না। আজকে তারা ভালো খেলেছে তবে ম্যাচ হেরে আমি কিছুটা হতাশ।’

বেলিসের মতে একজন পেশাদার খেলোয়াড় হিসেবে নাটারাজন এই ব্যাপ্যারটি স্বাভাবিকভাবেই নিয়েছে। কেননা একজন খেলোয়াড় যেকোনো পরিস্থিতিতে ইনজুরিতেও পড়তে পারে। তিনি আশা করছেন শীঘ্রই মাঠের লড়াইয়ে ফিরবেন নাটারাজন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ নাটারাজন খেলার জন্য প্রস্তুত ছিল। সে একজন পেশাদার খেলোয়াড়। আপনি যেকোনো মুহূর্তে ইনজুরিতে পড়তে পারেন। আমি নিশ্চিত যে, সকল খেলোয়াড়ই এটাতে অভ্যস্ত। আমরা আশা করছি, নাটারাজন শীঘ্রই মাঠে ফিরবে এবং আমরা ভালো কিছু করব।’