পাকিস্তান - নিউজিল্যান্ড সিরিজ

ভারতের চেয়ে বাংলাদেশ-পাকিস্তানকে না বলা সহজ: খাওয়াজা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:01 বৃহস্পতিবার, 23 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

১৮ বছর পর পাকিস্তানে সফরে গেলেও সিরিজ না খেলেই দেশে ফেরে নিউজিল্যান্ড। যেখানে নিরাপত্তাজনিত সমস্যা দেখিয়ে প্রথম ওয়ানডের আগে সিরিজ বাতিল করে সফরকারীরা। একই কারণে সফর বাতিল করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

দুই দলের এমন সিদ্ধান্তে খানিকটা বিপাকে পড়তে হচ্ছে পাকিস্তানকে। সিরিজ দুটি বাতিলের পেছনে টাকা আর ক্ষমতাকে দায়ী করেছেন উসমান খাওয়াজা। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ব্যাটসম্যান মনে করেন, ভারতের চেয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মতো দলকে না বলা সহজ। 

এ প্রসঙ্গে খাওয়াজা বলেন, ‘আমি মনে করি খেলোয়াড় এবং কর্তাদের জন্য পাকিস্তানকে না বলা সহজ। কারণ এটা পাকিস্তান। এটা বাংলাদেশ হলেও তারা (নিউজিল্যান্ড-ইংল্যান্ড) একই কাজ করতো। কিন্তু একই পরিস্থিতি হলে তারা কেউ ভারতকে না করতে পারতো না।’

নিরপেক্ষ ভেন্যুতে খেললেও ১৯৯৮ সালের পর পাকিস্তান সফর করেনি অস্ট্রেলিয়া। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সূচি অনুযায়ী (এফটিপি) ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারদের।

যেখানে সমান সংখ্যক তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে নিরাপত্তাজনিত কারণে শঙ্কার মুখে পড়েছে সিরিজটি। তবে পাকিস্তানে খেলতে যেতে কোন সমস্যা দেখছেন না খাওয়াজা।

বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘টাকাই কথা বলে। এটা আমরা সবাই জানি। এখানেও হয়তো এই কাজটাই হয়েছে। তারা বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে বারবার প্রমাণ করেছে যে পাকিস্তান ক্রিকেটের জন্য নিরাপদ। আমার মনে হয় পাকিস্তানে আমাদের না যাওয়ার কোন কারণ নেই।’