বাংলাদেশ ক্রিকেট

হাসান মাহমুদকে বিদেশে পাঠাচ্ছে বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:19 বৃহস্পতিবার, 23 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরির কারণে লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে হাসান মাহমুদ। ডানহাতি এই পেসারের ইনজুরির কারণ ও প্রতিকার সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে বায়োমেকানিক্যাল বোলিং অ্যাসেসমেন্ট প্রয়োজন, যা বাংলাদেশে সম্ভব নয়। সে কারণে খুব দ্রুত তাঁকে বিদেশ পাঠাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছরের মার্চে নিউজিল্যান্ড সফরের প্রথম ওয়ানডেতে খেলার সময় চোট পান হাসান। এরপর থেকে মাঠের ক্রিকেটের বাইরে রয়েছেন ২০ বছর বয়সি এই পেসার। হাসানকে দ্রুতই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাতে চায় বিসিবি।

বৃহস্পতিবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, 'আমরা মনে করছি ওর একটা প্রোপার বায়োমেকানিক্যাল বোলিং অ্যাসেসমেন্ট দরকার। যেটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে সম্ভব না। এখন চেষ্টা করছি বিদেশে যেখানে এই সুযোগ-সুবিধাগুলো আছে সেখানে পাঠিয়ে ওর ফুল অ্যাসেসমেন্ট জন্য।'

যতদূর জানা গেছে ভারত, দুবাই কিংবা দক্ষিণ আফ্রিকায় পাঠানো হতে পারে হাসানকে। যদিও বিসিবির প্রথম পছন্দ ইংল্যান্ড। কিন্তু জৈব সুরক্ষা বলয় ও অন্যান্য বিষয়ের কারণে আপাতত সেখানে পাঠানো সম্ভব নয়। করোনা প্রকোপের জন্য বিভিন্ন দেশে প্রবেশের নিয়মকানুন কঠিন হয়ে যাওয়ায় আপাতত উপযুক্ত সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি।

দেবাশীষ আরও বলেন, 'করোনার কারণে বিভিন্ন দেশে এখন কড়াকড়ি রয়ে গেছে। আমরা দুই-তিন জায়গায় কথা বলছি। সব যদি আমরা ঠিক মতো পারি আশা করছি আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে আমরা ওকে দেশের বাইরে কোথাও পাঠাতে পারবো টোটাল অ্যাসেসমেন্টের জন্য।'

২০২০ সালের মার্চে করোনা মহামারীর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন হয় হাসানের। এই বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হয় ওয়ানডে অভিষেক।

অভিষেক সিরিজে ভালো খেলে দলের সঙ্গে নিউজিল্যান্ডের বিমান ধরেন হাসান। কিন্তু সেখানে ইনজুরিতে পড়ায় দেশে ফিরতে হয় তাকে। ইনজুরি কাটিয়ে উঠতে গত আগস্টে জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেন তিনি।