টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

ওমানে ২৪ ঘন্টার কোয়ারেন্টাইন পালন করবে বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:34 বৃহস্পতিবার, 23 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হতে আর একমাসও সময় নেই। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে টাইগারদের পেরুতে হবে বাছাই পর্বের বাঁধা। সেই বাছাই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ওমানে। যেহেতু করোনা কালে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টির বিশ্বমঞ্চ।

তাই করোনার ছোঁবল থেকে বাচতে ক্রিকেটারদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। প্রত্যেক দলের ক্রিকেটারদের কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তা এতদিন জানা যায়নি। তবে বিসিবির প্রধান চিকিতসক দেবাশীষ চৌধুরি জানালেন, ওমানে পৌছে ২৪ ঘন্টার কোয়ারেন্টাইন পালন করবে বাংলাদেশ দল।

তিনি বলেন, 'আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য আছে, এখান থেকে করোনা নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে যেতে হবে, সবাইকে ভ্যাকসিন নিতে হবে। এরপর ওখানে আমরা যতটুকু জানি ২৪ ঘন্টার একটা কোয়ারেন্টাইন প্রিরিয়ডের কথা বলা আছে।'

একই সঙ্গে দেবাশীষ আরো জানিয়েছেন, বিশ্বকাপের মূল পর্বে ৬ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে প্রত্যকটি দলকে। তবে যে দলগুলো এক জৈব সুরক্ষা বলয় থেকে আইসিসির বলয়ে ঢুকবেন তাদের এই কোয়ারেন্টাইন মওকুফ হবে।

এ প্রসঙ্গে দেবাশীষ আরো বলেন, 'আমাদের কাছে যে তথ্য আছে যে ৬ দিনের কোয়ারেন্টাইনের নির্দেশনা আইসিসি আপাতত সবাইকে দিচ্ছে। যে দলগুলো বাবলের মধ্যেই আছে তারা যদি চ্যাটার্ড ফ্লাইট ব্যবহার করে সেক্ষেত্রে তাদের ৬ দিনের কোয়ারেন্টাইন মওকুফ হবে। তবে পূর্নাঙ্গ নির্দেশনা আমরা এখনো হাতে পাইনি।'

বাংলাদেশ যেহেতু ২৪ ঘন্টার কোয়ারেন্টাইন পালন করবে সেহেতু ৬ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে কিনা এ নিয়ে নিশ্চত নয় বিসিবি। পূর্নাঙ্গ নির্দেশনা পেলে এ বিষয়ে নিশ্চিত করে জানাবেন বলেও জানিয়েছেন বিসিবির এই চিকিতসক।