আইপিএল

অধিনায়ক পান্তেই আস্থা আইয়ারের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:11 বৃহস্পতিবার, 23 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২১ মৌসুমে দিল্লি ক্যাপিটালকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পান্ত। তিনি দায়িত্ব পেয়েছিলেন শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে। তবে আরব আমিরাত পর্বে আইয়ার দলে ফিরলেও দিল্লির অধিনায়কত্ব করছেন পান্ত। আর টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন আইয়ার।

এর আগে ২০১৮ থাকে ২০২০ টানা তিন মৌসুম দলটির অধিনায়কত্ব করেছেন তিনি। এবারে মৌসুমের শুরুর দিকে আইয়ার ইনজুরিতে পড়েন ফলে তার অনুপস্থিতিতে দায়িত্ব সামলান পান্ত। যেখানে অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। 

পান্তের অধিনায়কত্বে এবারের আসরে ৯ ম্যাচ খেলেছে দিল্লি। এতে ছয়টি জয়ের বিপরীতে হার দুই ম্যাচে এবং একটি ম্যাচ টাই হয়েছে। জয়ের শতকরা হিসেবে ৭২.২২ শতাংশ জয় নিয়ে দিল্লির ইতিহাসে সবার উপরে আছেন তিনি। তার নেতৃত্বে দলের এমন পারফর্ম্যান্সের পর টিম ম্যানেজমেন্ট দলটির অধিনায়কত্বে পরিবর্তন আনতে রাজি নয়।

টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শ্রেয়াস বলেন, ‘এটি ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্ত। তারা যে সিদ্ধান্ত নিয়েছে, আমি সেটাকে সম্মান করি। ঋষভ মৌসুমের শুরু থেকেই দলকে ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে এবং টিম ম্যানেজমেন্ট চায় সে মৌসুমের শেষ পর্যন্ত অধিনায়কত্ব করুক এবং আমি এই সিদ্ধান্তকে সম্মান জানাই।’

দলের অধিনায়কত্ব হারালেও বিরতির পর প্রথম ম্যাচে ব্যাট হাতে বেশ ছন্দে ছিলেন শ্রেয়াস। এদিন দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৭ রান করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। তার মতে, দলের জয়ে অবদান রাখাটাই তার একমাত্র লক্ষ্য।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে আমি যখন ব্যাটিংয়ে আসি, কিছুটা চাপ ছিল আমাদের উপর। উইকেট ভিন্নরকম আচরণ করছিল। আমার চাওয়া ছিল, দলের জয়ে অবদান রাখা এবং ম্যাচ শেষ করে আসা। আমি সবসম এটাই করতে চাই।’