বাংলাদেশ - আফগানিস্তান সিরিজ

সিলেটে যুবাদের টেস্টের প্রথম দিনে বোলারদের দাপট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:09 বুধবার, 22 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের চারদিনের একমাত্র টেস্ট। যেখানে প্রথম দিন দাপট দেখিয়েছে বোলাররা। প্রথম দিনে মোট ১২ উইকেট তুলে নিয়েছে দুই দলের বোলাররা। 

টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। সফরকারীদের হয়ে পাঁচটি বিলাল সামি ও চারটি উইকেট নিয়েছেন ইজারুল্লাহ হক নাভিদ। স্বাগতিকদের করা ১৬২ রানের জবাব দিতে নেমে প্রথম দিন শেষে আফগান যুবাদের সংগ্রহ ২ উইকেটে ৪০ রান।

চারদিনের টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল এবং ইফতিখার হোসেন। উদ্বোধনী জুটিতে তাঁরা দুজনে মিলে করেছেন ৪৬ রান। সামির বলে ২০ রান করা নাবিল ফিরলে ভাঙে তাঁদের দুজনের।

তিনে নামা খালিদ হাসানকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি। ৩৭ রান করা ইফতিখার ফিরলে ভাঙে তাঁদের দুজনের। এরপরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। এক প্রান্তে আইচ মোল্লাহ দাঁড়িয়ে থেকে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল দেখেছেন।

শেষ পর্যন্ত সামি ও নাভিদের বোলিং তোপে ১৬২ রানে গুটিয়ে যায় টাইগার যুবারা। বাংলাদেশের হয়ে ৩৯ রানে অপরাজিত ছিলেন আইচ। এ ছাড়া মেহেরাব হোসেন করেছেন ২৮ রান। আফগানদের হয়ে সামির ৫ উইকেটের সঙ্গে চারটি নিয়েছেন নাভিদ। 

বাংলাদেশের করা ১৬২ রানের জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। দলীয় ২৩ রানে ইসাক জাজাইকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন আশরাফুল ইসলাম। দিন শেষে ২ উইকেট হারিয়ে আফগানরা সংগ্রহ করেছে ২ উইকেটে ৪০ রান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ দল: ১৬২/১০ (ওভার ৬৩) (আইচ ৩৯*, ইফতিখার ৩৭, মেহেরাব ২৮, নাবিল ২০, সামি ৫/৪২, নাভিদ ৪/৪৫)

আফগানিস্তান অনূর্ধ্ব -১৯ দল: ৪০/২ (ওভার ২৩) (জাজাই ১৭, বিলাল ১১*, আশরাফুল ১/১৩)