Connect with us

বাংলাদেশ - আফগানিস্তান সিরিজ

সিলেটে যুবাদের টেস্টের প্রথম দিনে বোলারদের দাপট


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের চারদিনের একমাত্র টেস্ট। যেখানে প্রথম দিন দাপট দেখিয়েছে বোলাররা। প্রথম দিনে মোট ১২ উইকেট তুলে নিয়েছে দুই দলের বোলাররা। 

টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। সফরকারীদের হয়ে পাঁচটি বিলাল সামি ও চারটি উইকেট নিয়েছেন ইজারুল্লাহ হক নাভিদ। স্বাগতিকদের করা ১৬২ রানের জবাব দিতে নেমে প্রথম দিন শেষে আফগান যুবাদের সংগ্রহ ২ উইকেটে ৪০ রান।

চারদিনের টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল এবং ইফতিখার হোসেন। উদ্বোধনী জুটিতে তাঁরা দুজনে মিলে করেছেন ৪৬ রান। সামির বলে ২০ রান করা নাবিল ফিরলে ভাঙে তাঁদের দুজনের।

তিনে নামা খালিদ হাসানকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি। ৩৭ রান করা ইফতিখার ফিরলে ভাঙে তাঁদের দুজনের। এরপরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। এক প্রান্তে আইচ মোল্লাহ দাঁড়িয়ে থেকে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল দেখেছেন।

শেষ পর্যন্ত সামি ও নাভিদের বোলিং তোপে ১৬২ রানে গুটিয়ে যায় টাইগার যুবারা। বাংলাদেশের হয়ে ৩৯ রানে অপরাজিত ছিলেন আইচ। এ ছাড়া মেহেরাব হোসেন করেছেন ২৮ রান। আফগানদের হয়ে সামির ৫ উইকেটের সঙ্গে চারটি নিয়েছেন নাভিদ। 

বাংলাদেশের করা ১৬২ রানের জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। দলীয় ২৩ রানে ইসাক জাজাইকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন আশরাফুল ইসলাম। দিন শেষে ২ উইকেট হারিয়ে আফগানরা সংগ্রহ করেছে ২ উইকেটে ৪০ রান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ দল: ১৬২/১০ (ওভার ৬৩) (আইচ ৩৯*, ইফতিখার ৩৭, মেহেরাব ২৮, নাবিল ২০, সামি ৫/৪২, নাভিদ ৪/৪৫)

আফগানিস্তান অনূর্ধ্ব -১৯ দল: ৪০/২ (ওভার ২৩) (জাজাই ১৭, বিলাল ১১*, আশরাফুল ১/১৩)

সর্বশেষ

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দাপুটে জয়ে বাংলাদেশের গ্রুপে পা রাখল শ্রীলঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

প্রথম রাউন্ডে ভুগবে বাংলাদেশ, জানত স্কটল্যান্ড

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

এজবাস্টনে ইংল্যান্ড-ভারতের স্থগিত হওয়া টেস্ট

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

কোহলির সঙ্গে বাবরকে তুলনা ঠিক না: ওয়াসিম আকরাম

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

নিজেদের ইতিহাসে প্রথমবার সুপার টুয়েলভে নামিবিয়া

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

৪ ক্রিকেটার ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলো

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

ভারতকে যে কেউ বিধ্বস্ত করতে পারে: নাসের

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

উইলিয়ামসনকে বিশ্বকাপের সব ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

২০২৩ বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশায় মরগান

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দলের যে কেউ উইন্ডিজকে ম্যাচ জেতাতে পারে: বদ্রি

আর্কাইভ

বিজ্ঞাপন