Connect with us

আইপিএল

ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে আকসুর নজরদারিতে হুডা


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ম্যাচ শুরুর ৬ ঘন্টা আগে নিজের ইনস্টাগ্রাম আইডিতে ছবি পোস্ট করে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং দুর্নীতি দমন কমিশনের নজরদারিতে পড়েছেন দীপক হুডা। ম্যাচ শুরুর আগে এই ধরণের ছবি দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন তা খতিয়ে দেখছে বিসিসিআই এবং আকসু।

গতকাল (২১ সেপ্টম্বর) রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস। সেই ম্যাচ শুরুর ৬ ঘন্টা আগে ভারতীয় সময় দুপুর দুইটায় হেলমেট পড়ছেন হুডা, এমন একটি ছবি পোস্ট করেছিলেন।

ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, 'হেয়ার উই গো'। আর তার এই ক্যাপশনটি নিয়েই সন্দেহ প্রকাশ করছে বিসিসিআই এবং আকসু। কেননা ম্যাচ ফিক্সিংয়ের বিপক্ষে তারা কোন ছাড় দিতে চান না।

আকসুর এক কর্মকর্তা এ প্রসঙ্গে জানান, 'আকসু এই পোস্টটি (হুডার ইনস্টাগ্রাম পোস্ট) খতিয়ে দেখবে। দলের ভিতরে কি ঘটছে না ঘটছে এটা বাইরে প্রকাশ করার ব্যাপারে আমাদের বিধিনিষেধ রয়েছে।'

ক্রিকেটাররা ম্যাচের আগে কি করতে পারবেন কি পারবেন না এমন প্রশ্নের জবাবে ঐ কর্মকর্তা আরো বলেন, 'আমাদের একটি নীতিমালাই রয়েছে। সেই নীতিমালায় বলা আছে কি করা যাব এবং কি করা যাবে না।'

হুদা বিসিসিআই এবং আকসুর তদন্তের মুখে তো পড়ছেনই, একই সঙ্গে সেই ম্যাচে খুবই বাজে বোলিং করেছেন। ২ ওভারে দিয়েছেন ৩৭ রান। শেষ দুই ওভারের নাটকীয়তায় তার দলও অবশ্য হেরেছে ২ রানে।

সর্বশেষ

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

সব প্রতিপক্ষকেই শ্রীলঙ্কা ভাবতে চান মুশফিক

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

কোহলির হাফ সেঞ্চুরিতে ভারতের ১৫১

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

সমালোচকদের আয়নায় মুখ দেখতে বললেন মুশফিক

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

আসালঙ্কা ও রাজাপাকশার কাছেই হারল বাংলাদেশ

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

দুবাইয়ের দুঃস্বপ্ন ভুলে যেতে চান পোলার্ড

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

ধোনিকে ব্যাটিংয়ে নামতে দিও না, বাবরদের উদ্দেশে শোয়েব!

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

অতীত নিয়ে পাকিস্তানের মাথাব্যাথা নেই: বাবর

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

উইন্ডিজের ব্যাটিং দেখে ভাষা হারিয়ে ফেলেছেন লারা

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

পাকিস্তানের বিপক্ষে ১৩-০’র সম্ভাবনা দেখছেন সৌরভ

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

বোলিং না করলেও শেবাগের প্রথম পছন্দ হার্দিক

আর্কাইভ

বিজ্ঞাপন