এমসিসি

ব্যাটসম্যান নয়, ব্যাটার ব্যবহারের সিদ্ধান্ত এমসিসির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:20 বুধবার, 22 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেটে দীর্ঘদিন ধরেই পুরুষদের ক্ষেত্রে ব্যাটসম্যান এবং নারীদের ক্ষেত্রে ব্যাটার ব্যবহার করা হতো। তবে নারী-পুরুষের ভেদাভেদ দূরীকরণে সেই নিয়মে পরিবর্তন এনেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। 

নতুন নিয়ম অনুযায়ী, নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই ব্যাটার ব্যবহার করা হবে। বুধবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের আইনকানুনের এই অভিভাবক সংস্থাটি।

এ প্রসঙ্গে এমসিসির ক্রিকেট ও অপারেশন্স বিষয়ক সহকারী সচিব জেমি কক্স বলেন, ‘খেলাটির প্রতি এমসিসির বৈশ্বিক দায়িত্ববোধের অপরিহার্য অংশ হিসেবেই এই সংশোধনী। এমসিসি বিশ্বাস করে, ক্রিকেট খেলাটি সবার জন্যই এবং আধুনিক যুগে খেলাটির বদলে যাওয়া চিত্রকেই তুলে ধরছে এই পদক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘খেলাটার সঙ্গে সম্পৃক্ত অনেকে ইতোমধ্যে এটি গ্রহণ করে নিয়েছে। এই সমন্বয়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার এটাই উপযুক্ত সময় এবং আইনের অভিভাবক হিসেবে এই পরিবর্তনগুলি ঘোষণা করতে পেরে আজ আমরা উচ্ছ্বসিত।’

এমসিসি এই নিয়ম প্রণয়নের আগে অবশ্য নারী-পুরুষ উভয় ক্রিকেটারদের ক্ষেত্রে ব্যাটার শব্দ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। গত কয়েক মাস ধরেই এটি ব্যবহার করে আসছিল ওয়েবসাইটটি।