টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে ডাক না পেয়ে হতাশ নন নাটারাজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:44 মঙ্গলবার, 21 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে গিয়ে পায়ের চোটে পড়েছিলেন থাঙ্গারাসু নাটারাজন। পরবর্তীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম অংশে সেই চোট আরো ভয়াবহ হয়ে উঠলে দীর্ঘ দিনের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। যে কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে ডাক পাননি।

স্কোয়াড ঘোষণার আগে নাটারাজনকে নিয়ে আলোচনায় বসেছিলেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কর্মকর্তারা। তবে চোটে থাকায় শেষ পর্যন্ত আর ১৫ সদস্যের স্কোয়াডে বিবেচিত হননি এই বাঁহাতি পেসার। যদিও ভারতের বিশ্বকাপ দলে ডাক না পাওয়ায় কোনো ধরনের হতাশা তাকে গ্রাস করতে পারেনি বলে জানিয়েছেন তিনি।

গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে একটি টেস্ট ও দুটি ওয়ানডে খেলেছেন নাটারাজন। এত দ্রুত সময়ের মধ্যে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া চ্যালেঞ্জের বলেও মনে করছেন তিনি। তাছাড়া পাঁচ মাসের বেশি সময় মাঠের বাইরে থাকায় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া বেশ কঠিন এমনটিও মানছেন তিনি।

এ প্রসঙ্গে নাটারাজন বলেন, ‘আমার কোনো হতাশা (বিশ্বকাপ স্কোয়াডে ডাক না পাওয়া) নেই। আমি জানি খুব অল্প সময়ে সেই পর্যন্ত পৌঁছানো কঠিন। অনেকেই বলেছিল যে আমি স্কোয়াডে জায়গা পাব। তবে আমি ১৫ জনের স্কোয়াডে ডাক পাওয়ার আশা করিনি। আমি জানতাম আমি চোট থেকে সেরে উঠছি। আমি পাঁচ কিংবা সাড়ে পাঁচ মাস কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলিনি।’

ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আইপিএলের পরে হলে সেখানে সুযোগ পাওয়ার দৌঁড়ে এগিয়ে থাকতেন বলে দাবি করেন নাটারাজন। তেমনটা হলে অন্তত দলের সঙ্গে নেট বোলার হিসেবে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেতেন বলে ধারণা করছেন তিনি। আপাতত চোট কাটিয়ে উঠে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মাতানো মূল লক্ষ্য ছিল বলেও জানান ৩০ বছর বয়সী এই পেসার।

নটরাজনের ভাষ্য, ‘যদি আইপিএলের পরে দল নির্বাচন করা হত তবে হয়তো আমার স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা থাকত। আপনি প্রস্তুতি ম্যাচ না খেলে স্কোয়াডে সুযোগ পাওয়ার আশা করতে পারেন না। আমি অন্তত নেট বোলার হিসেবে সেখানে যাওয়ার (বিশ্বকাপ) কথা ভেবেছিলাম। তবে মোট কথা আমি ১৫ সদস্যের স্কোয়াডে সুযোগের আশা করিনি। আমার লক্ষ্য ছিল পায়ের চোট কাটিয়ে ওঠা, আইপিএল খেলা, শেষমেষ স্বয়ংক্রিয়ভাবে বিশ্রাম পেয়েছি।’