পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ

নিউজিল্যান্ড কেন বিস্তারিত তথ্য দিচ্ছে না, প্রশ্ন সাইমনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:10 মঙ্গলবার, 21 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর স্থগিত করার পর এ ব্যাপারে এখনও বিস্তারিত তথ্য জানায়নি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড(এনজেডসি)। এ কারণে ঘটনার মুল রহস্য বের করতে পারছে না পাকিস্তান কতৃপক্ষ। সাইমন ডুল মনে করেন, নিউজিল্যান্ডের উচিত এই ঘটনার যথার্থ ব্যাখা দেওয়া।

নিউজিল্যান্ড সফর স্থগিতের সপ্তাহ না পেরোতেই ইংল্যান্ডও তাদের পাকিস্তান সফর স্থগিত করেছে। যা নিয়ে চিন্তিত দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তান সরকারের পক্ষ থেকেও চেষ্টা করা হয়েছে কিউইদের আশ্বস্থ করার। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হস্তক্ষেপও কামনা করা হয়েছে।

জনপ্রিয় ধারাভাষ্যকার সাইমন বলেন, ‘পাকিস্তানের অবস্থা আমি বুঝতে পারছি। পাকিস্তানের ক্রিকেট ভক্ত, রমিজ রাজা, ইমরান খান- এমনকি পাকিস্তানের পুরো ক্রিকেটের বর্তমান পরিস্থিতি আমি অনুভব করতে পারছি। আমি মনে করি, নিউজিল্যান্ডের সিদ্ধান্ত নিয়ে কিছুটা অস্বচ্ছতা আছে। এর ব্যাখা দেওয়া উচিত ছিল? আমি মনে করি এটি হওয়া উচিত, কিন্তু আমি জানি না এর ভেতরে এবং বাইরে আসলে কি ঘটেছে।’

সাইমনের উপলদ্ধি, পাকিস্তানকে তদন্ত কাজে সহযোগিতা করা উচিত কিউইদের। এই ব্যাপারে সাইমনের যুক্তি, কিউইদের সাহায্য ছাড়া পাকিস্তানের পক্ষে এই ঘটনার মূলে পৌঁছানো খুবই কঠিন।

এ প্রসঙ্গে সাবেক এই কিউই ক্রিকেটার বলেন, ‘অভিযোগের বিস্তারিত তথ্য না পেলে কিভাবে তারা জানবে আসলে কী ঘটেছিল। আমি মনে করি পাকিস্তানের জন্য এটা খুবই কঠিন কাজ।’

যদিও সাইমনের মতে, নিউজিল্যান্ডের জন্যও বিষয়টি সহজ নয়। কেননা, ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারটিও খুব গুরুত্বপূর্ণ এবং নিউজিল্যান্ড সেটাকেই গুরুত্ব দিয়েছে। তাছাড়া তারা যে তথ্য পেয়েছিল সেটাও তাদের কাছে বিশ্বাস্যযোগ্য মনে হয়েছিল বলে অনুমান করেন সাইমন।

তিনি আরও বলেন, ‘এটা কঠিন সময়। আমি বুঝতে পারছি নিউজিল্যান্ড কোন অবস্থা থেকে ফিরে এসেছে। তারা যে তথ্য পেয়েছিল তা তাদের মতে খুবই বিশ্বাসযোগ্য ছিল এবং আপনি তা উপেক্ষা করতে পারেন না। তাই আমি মনে করি নিউজিল্যান্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ খেলোয়াড়দের নিরাপত্তা সর্বাধিক গুরুত্বপূর্ণ।’