ক্রিকেট ইতালি

ইতালির হয়ে খেলবেন ইংলিশ পেসার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:56 মঙ্গলবার, 21 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের হয়ে মাত্র ৩ বছরের ক্রিকেট ক্যারিয়ার। ২০১১-১৪ সাল পর্যন্ত ইংলিশদের হয়ে ৫৮টি ম্যাচ খেলেছেন পেসার জেড ডার্নবাখ। তবে আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অংশের বাছাই পর্বে ইতালির হয়ে খেলবেন ইংল্যান্ডের এই পেসার।

যা আগামী অক্টোবর থেকে স্পেনে অনুষ্ঠিত হবে। ডার্নবাখকে দলে নেয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রিকেট ইতালি। তাতে এখন থেকে ইতালির হয়ে খেলবেন ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ডার্নবাখ।

২০১১ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে তাঁর। একই বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ডার্নবাখের। ইংলিশদের হয়ে ২৪টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডানহাতি এই পেসার।

যেখানে ওয়ানডে ৩১ উইকেট নেয়ার সঙ্গে টি-টোয়েন্টিতে তাঁর শিকার ৩৯টি। ইংল্যান্ডের হয়ে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন ডার্নবাখ। বাংলাদেশে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ডের হয়ে আর খেলতে দেখা যায়নি তাঁকে।

আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অংশের বাছাই পর্বে জার্সি, ডেনমার্ক এবং জার্মানির সঙ্গে খেলবে ইতালি। যা আগামী ১৫-২১ অক্টোবর স্পেনে এটি অনুষ্ঠিত হবে।

আইসিসি পুরুষদের টি -টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্বের জন্য ইতালি দল: গ্যারেথ বার্গ (অধিনায়ক/প্রধান কোচ), জেড ডার্নবাখ, মাদুপা ফার্নান্দো, জেমি গ্রাসি, গ্রান্ট স্টুয়ার্ট, ড্যারেন ল, দিনিদু মারাগে, জিয়ান-পিয়েরো মিডে, জয় পেরেরা, আমির শরীফ, বালজিথ সিং, জসপ্রীত সিং, মনপ্রীত সিং, নিকোলাই স্মিথ।