আইপিএল

কোহলির সিদ্ধান্ত দলের ওপর প্রভাব ফেলেনি: হেসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:54 মঙ্গলবার, 21 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম পর্বে দারুণ ছন্দে থাকলেও দ্বিতীয় পর্বে হার দিয়ে শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৯২ রানে অলআউট হওয়ার পর শেষমেষ ৯ উইকেটে হেরেছে তারা। এতে অনেকেই মনে করছেন, অধিনায়ক বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ায়- তা দলের পারফরম্যান্সে বাজে প্রভাব ফেলেছে।

আসরের মাঝপথে কোহলির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে এর আগেও শঙ্কা প্রকাশ করেছিলেন গৌতম গম্ভীর। কলকাতার বিপক্ষে বাজেভাবে হারের পর সেই বিষয়টি নিয়ে আবারও সমালোচনা শুরু হয়েছে। তবে হতাশাজনক পারফরম্যান্সের পেছনে কোহলির অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি প্রভাব ফেলেছে এমনটি মানতে রাজি নন মাইক হেসন।

এ প্রসঙ্গে বেঙ্গালুরুর প্রধান কোচ বলেন, ‘না, আমি এটা মনে করছি না। আমি মনে করি, দ্রুত মানসিক চাঞ্চল্য তৈরির পথ খুঁজে বের করা গুরুত্বপূর্ণ ছিল। তাছাড়া আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই ঘোষণা দেওয়ার কথা বলেছিলাম যাতে সব খেলোয়াড়ই বিষয়টি সম্পর্কে অবগত থাকে। এটি অবশ্যই আজ রাতের পারফরম্যান্সে প্রভাব ফেলেনি।’

ব্যাটস্যমানেরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারায় এমনটি হয়েছে উল্লেখ করে হেসন আরও বলেন, ‘ব্যাট হাতে আমাদের যতটা প্রাণবন্ত থাকা দরকার ছিল ততটা ছিলাম না। আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। আমরা দ্রুত উইকেট হারিয়েছি- ব্যাটিং ইউনিট হিসেবে আপনার যেমনটা করার কথা না। কিন্তু আমি এখনও এই দলটির প্রতি আত্মবিশ্বাসী যে আমরা দ্রত ঘুরে দাঁড়াব।’

ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। আর এটিই ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করছেন হেসন। তবে নিজেদের অন্তত ১৫০ রান করা উচিত ছিল বলেও মানছেন তিনি।

হেসন বলেন, ‘দলের গঠন আজ সত্যিই সমস্যা ছিল না। আমরা ১ (দুই) উইকেটে ৪১ রান করেছিলাম। এমনকি এর আগে আমরা টসে ভুল করেছি। অবশ্যই ৯২ রান হওয়ার মতো উইকেট ছিল না। কিন্তু ৯২ রানে গুটিয়ে যাওয়ার আগে আমাদের ১৫০ করার উপায় খুঁজে বের করা উচিত ছিল। এটি আরো প্রশ্ন রাখে কারণ, বল (দ্বিতীয় ইনিংসে) স্লাইড করতে শুরু করে। সব মিলিয়ে আমরা ব্যাট হাতে যথেষ্ট ভালো ছিলাম না।’