আইপিএল

গিল-ভেঙ্কেটেশের ব্যাটে কলকাতার বড় জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:02 সোমবার, 20 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম পর্বে ভালো সময় কাটাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। তবে সংযুক্ত আরব আমিরাত পর্বের শুরুটা দারুণ করলো ফ্র্যাঞ্চাইজিটি। দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা। 

আবু ধাবিতে জয়ের জন্য ৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করে কলকাতার দুই ওপেনার আইয়ার ও গিল। উদ্বোধনী জুটি থেকে এসেছে ৮২ রান। ইনিংসের দশম ওভারে বেঙ্গালুরুকে ব্রেক থ্রু এনে দেন যুবেন্দ্র চাহাল। ডানহাতি এই লেগ স্পিনারের বলে তুলে মারতে গিয়ে লং অফে ক্যাচ আউট হয়েছেন গিল। 

শুরু থেকে দারুণ ব্যাটিং করলেও শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে ডানহাতি এই ব্যাটসম্যান। ৩৪ বলে ৪৮ রানের ইংনিস খেলার দিনে ৬টি চার ও একটি ছক্কা মেরেছেন গিল। আরেক ওপেনার ভেঙ্কেটেশ আইয়ারও এদিন দারুণ ব্যাটিং করেছেন।

শুরু থেকেই বেঙ্গালুরুর বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট করতে থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান। হাফ সেঞ্চুরি না পেলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৭ বলে ৪১ রান করে। ইনিংসটি খেলতে সাতটি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। এ ছাড়া তিনে নামা আন্দ্রে রাসেল রান করার সুযোগই পাননি। 

এর আগে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বেঙ্গালুরু। দেবদূত পাডিকাল, শ্রীকার ভারতরা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটা কাজে আসেনি। 

শেষ পর্যন্ত মাত্র ৯২ রানে অল আউট হয় বেঙ্গালুরু। দলটির হয়ে সর্বোচ্চ ২২ রান এসেছে পাডিকালের ব্যাট থেকে। এ ছাড়া শ্রীকার ১৬, হার্শাল প্যাটেল ১২ এবং গ্লেন ম্যাক্সওয়েল করেছেন ১০ রান। কলকাতার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল এবং বরুণ চক্রবর্তী।

সংক্ষিপ্ত স্কোর:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৯২/১০ (ওভার ১৯) (পাডিকাল ৯২, হার্শাল ১২, ম্যাক্সওয়েল ১০, রাসেল ৩/৯, বরুণ ৩/১৩)

কলকাতা নাইট রাইডার্স- ৯৪/১ (ওভার ১০) (গিল ৪৮, ভেঙ্কেটশ ৪১*, চাহাল ১/২৩)