আইপিএল

ধোনি আইপিএলের সবচেয়ে বুদ্ধিমান ক্রিকেটার: শেবাগ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:02 সোমবার, 20 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের ক্রিকেট ইতিহাসের সফল অধিনায়কদের অন্যতম একজন মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, ক্যারিয়ার জুড়ে সব জায়গাতেই দলনেতা হিসেবে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাঁর নেতৃত্বেই ২০১১ ওয়ানডে বিশ্বকাপও জিতেছিল ভারত।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসকেও তিনবার শিরোপা জেতান ভারতের সাবেক অধিনায়ক। বর্তমানে ব্যাট হাতে ভালো করতে না পারলেও ধোনিকে আইপিএলের সবচেয়ে বুদ্ধিমান ক্রিকেটার হিসেবে দাবি করেছেন বীরেন্দর শেবাগ।

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। কিন্তু এখনও চালিয়ে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। চলমান আইপিলে তিনি অধিনায়কত্ব করছেন চেন্নাইয়ের। বিরতির পর শুরু হওয়া আরব আমিরাতে পর্বের প্রথম ম্যাচেই জয় পেয়েছে তার দল। যেখানে তার অধিনায়কত্ব মুগ্ধ করেছে শেবাগকে।

মুম্বাইয়ের বিপক্ষে তাঁর অধিনায়কত্ব প্রসঙ্গে শেবাগ বলেন, ‘ ধোনির তার নেতৃত্ব গুণের বড় উদাহরণ হতে পারে ডোয়াইন ব্রাভোর বোলিংয়ে ফিল্ডিং সাজানো। চার ফিল্ডারকে ত্রিশ গজ বৃত্তের মধ্যে রেখে ব্যাটসম্যানদের সিঙ্গেলস নেওয়া থেকে বিরত রেখেছে। এর ফলে তাদের উপর চাপ তৈরি হয়েছে। আর তাতে ইশান কিশান আউট হয়েছে। সে দারুণ অধিনায়কত্ব করেছে এবং তার বোলাররাও পরিকল্পনামতো বোলিং করেছে। এই লিগের সবচেয়ে বুদ্ধিমান ক্রিকেটার ধোনি।’

শেবাগের মতে, ধোনি আগে থেকে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নিয়ে মাথে নামেন না। বরং তিনি ম্যাচের পরিস্থিতি ও প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনা করে মাথে নামার পর সিদ্ধান্ত নেন। যা তাকে সফলতা এনে দেয় এবং এই জায়গায় তিনি বাকিদের থেকে ভিন্ন।

শেবাগ বলেন, ‘ধোনির অধিনায়কত্ব অসাধারণ এতে কোনো সন্দেহ নেই। সে আগে থেকে নির্দিষ্ট কোনো পরিকল্পনা করে না। মাঠে নামার পর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। প্রতিপক্ষের ব্যাটসম্যানের শক্তিমত্তা বিবেচনা করে সে অনুযায়ী বোলরদের নিয়ে পরিকল্পনা করে। যদি প্রতিপক্ষের কোনো ব্যাটসম্যান পেস ভালো খেলে তাহলে সে স্পিনারদের বোলিংয়ে নিয়ে আসে।’

মুম্বাইয়ের বিপক্ষে সেই ম্যাচে ধোনির অধিনায়কত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমার মতে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল পোলার্ডের বিপক্ষে হেইজেলউডকে বোলিংয়ে আনা। কারণ সে জানত, স্পিনারদের বিপক্ষে পোলার্ড স্বাছ্যন্দে খেলবে। তাই আমি মনে করি, ম্যাচ এখানেই ঘুরে গেছে।’