পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ

ইংল্যান্ডের পাকিস্তান সফর বাতিল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:02 সোমবার, 20 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অক্টোবরের মাঝামাঝি পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের। সফরটি বাতিল করেছে ইংল্যান্ড অ্যন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর কারণ হিসেবে তারা বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ্য করেছে।

আসন্ন এই সফরে ইংল্যান্ড নারী ও পুরুষ দলের ১৩ অক্টোবর ও ১৪ অক্টোবর দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। এরপর ইংল্যান্ডের নারী দলের তিনটি ওয়ানডে খেলার কথা ছিল পাকিস্তান নারী দলের বিপক্ষে।

কদিন আগেই নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর স্থগিত করে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড। এর ফল স্বরূপ এবার পাকিস্তান সফর স্থগিত করলো ইংল্যান্ড। এবার সফরে না গেলেও ২০২২ সালে পাকিস্তান সফরের ব্যাপারে এখনও আশাবাদী ইংল্যান্ড।

ইসিবি এক বিবৃতিতে বলেছে, 'ভবিষ্যৎ সূচি অনুযায়ী ২০২২ সালে পুরুষ দলের পাকিস্তানের সফরের ব্যাপারে ইসিবি প্রতিজ্ঞাবদ্ধ। এই বছরের শুরুতে আমরা পাকিস্তানের মাটিতে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি স্বরূপ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার ব্যাপারে রাজি হয়েছিলাম। পুরুষ দলের সঙ্গে নারী দলকেও সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের।'

ইসিবি মনে করছে এমন পরিস্থিতিতে পাকিস্তান সফর তাদের বিশ্বকাপ দলের জন্য আদর্শ হবে না। এ কারণেই সফরটি থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ইংলিশরা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

ইসিবির ভাষ্যমতে, 'আমাদের পুরুষদের টি -টোয়েন্টি স্কোয়াডের জন্য আরও জটিলতা রয়েছে। আমরা বিশ্বাস করি যে এই অবস্থায় সফর করা টি -টোয়েন্টি বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি হবে না। যেখানে ভালো পারফরম্যান্স করা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।'