আইপিএল

আফগানিস্তানে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:16 সোমবার, 20 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটির পরিচালনা নীতিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় এবার দেশটিতে নিষিদ্ধ করা হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার।

তালেবানরা ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তান পুরুষ ক্রিকেট দল এবং নারী ক্রিকেট দলের ভবিষ্যত নিয়ে চিন্তায় পড়েছিলেন সেখানকার ক্রিকেটাররা। পরবর্তীতে পুরুষ ক্রিকেটারদের সমর্থন জানালেও, তারা নিষিদ্ধ করেছে নারীদের ক্রিকেট। এর পিছনে যুক্তি ছিল ইসলামী শরীয়াহ আইন।

এবার একই যুক্তি দেখিয়ে দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে আইপিএলের সম্প্রচার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই তথ্য নিশ্চিত করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মিডিয়া ম্যানেজার ইব্রাহিম মোমান্দ। যা আফগান ক্রিকেট ভক্তদের জন্য দুঃসংবাদই বটে।

আইপিল সম্প্রচার প্রসঙ্গে ইব্রাহিম টুইটার পোস্টে লিখেছেন, 'আফগানিস্তানের জাতীয় রেডিও, টেলিভিশনে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হলো। এখানে মেয়েদের নৃত্য এবং খোলা চুলে মেয়েদের উপস্থিতিসহ নান ধরনের ইসলাম বিরোধী বিষয় প্রদর্শন করা হয়।'

এবারের আইপিলে খেলছেন বেশ কয়েকজন আফগান ক্রিকেটারও। সেই তালিকায় আছেন মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমানের মতো তারকা ক্রিকেটাররা। এবার আফগান দর্শকদের সুযোগ থাকছে না তাদের খেলা টিভিতে উপভোগ করার।

কিছু দিন আগেই তালেবান সরকারের সংস্কৃতি কমিশনের প্রধান আব্দুল্লাহ ওয়াসেক বলেছিলেন, 'বর্তমান মিডিয়ার যুগে ছবি কিংবা ভিডিও কোন কিছুই এখন আর মানুষের চোখ এড়ায় না। ইসলাম এবং ইসলামিক এমিরেট কখনোই নারী ক্রিকেট সমর্থন করে না। এমনকি নারীরা যে খেলায় বেশি বেশি 'এক্সপোজড' হবে সেটাও ইসলাম সমর্থন করে না।'