দেশের ক্রিকেট

নিজেকে খুব ভাগ্যবান মানছেন শামীম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:06 সোমবার, 20 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বয়স ভিত্তিক দল থেকেই শামীম হোসেনকে নিয়ে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশার পারদ অনেক উঁচুতে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অভিষেক ঘটে তার। সেই সিরিজে নিজের ওপর ম্যানেজমেন্টের প্রত্যাশার চাপ কিছুটা হলেও পূরণ করতে পেরেছেন।

এরপর বাংলাদেশ খেলেছে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আরো দুটি সিরিজ। সেই দুই সিরিজের দলেও ছিলেন শামীম। তার অভিষেকের পর জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা তিনটি সিরিজেই জয় পায় বাংলাদেশ।

দল সিরিজ জিতলেও তিনি অবশ্য খুব ভালো করতে পারেননি। তবুও তার অভিষেকের পর বাংলাদেশ তিনটি সিরিজ জেতায় নিজেকে বেশ ভাগ্যবান মনে করছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপেও ভালো করবে দল, বলছেন শামীম।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমি মনে করি আমি অনেক ভাগ্যবান কারণ আমি দলে আসার পর তিনটা সিরিজ পরপর জিতেছি। তো ইনশাল্লাহ বিশ্বকাপে আমরা অনেক ভালো কিছু করব।'

মাত্র ৭ ম্যাচের অভিজ্ঞতা নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন শামীম। তাই দলের সঙ্গে যেতে পারাটাকেই অনেক বড় কিছু মনে করছেন এই ব্যাটসম্যান। এ ছাড়া সেখানে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলেও মানছেন তিনি।

শামীম বলেন, 'বিশ্বকাপের লক্ষ্য বলতে যেহেতু এবার আমি প্রথমবার সুযোগ পেয়েছি এখনো সেভাবে তেমন কিছু চিন্তা করিনি। আমি দলের সাথে যেতে পারছি এটাই আমার কাছে বড় কিছু। জুনিয়র হিসেবে দলের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।'