আইপিএল

তিন বছরের মধ্যে বিশ্বসেরা ফিনিশার হতে চান স্টইনিস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:24 সোমবার, 20 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সাদা বলের ক্রিকেটে লোয়ার মিডল অর্ডার পজিশনে অস্ট্রেলিয়ার বড় ভরসার নাম মার্কাস স্টইনিস। আগামী তিন বছরের মধ্যে বিশ্বের সেরা ফিনিশার হতে চান এই অজি অলরাউন্ডার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই এমনটা জানান।

ইনিংসের শেষের দিকে নেমে হার্ড হিটিংয়ে বেশ সুনাম আছে স্টইনিসের। পাশাপাশি তার ডানহাতি মিডিয়াম পেস বোলিং যেকোনো দলের জন্য বিশেষ কার্যকরি। আগামী দিনে ব্যাটিংয়ে আরও বেশি মনযোগ দিতে চান ৩২ বছর বয়সী স্টইনিস।

দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বসেরা ফিনিশারদের একজন হতে চান তিনি। নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে ভবিষ্যত পরিকল্পনায় স্টইনিস বলেন, ‘আমার পরবর্তী পরিকল্পনা হচ্ছে, আগামী তিন বছরের মধ্যে শুধু অস্ট্রেলিয়া নয়, পুরো বিশ্বের মধ্যে অন্যতম সেরা ফিনিশার হয়ে ওঠা।’

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন স্টইনিস। যেখানে তিনি কোচ হিসেবে পেয়েছেন স্বদেশি কিংবদন্তি রিকি পন্টিংকে। তার মতে অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপ জয়ী সাবেক এই অধিনায়ক বেশ ভালোভাবে ক্রিকেটারদের পড়ে ফেলতে পারেন।

দিল্লির প্রধান কোচ পন্টিং প্রসঙ্গে স্টইনিস বলেন, ‘রিকি সত্যিকারের প্রতিভাবান এবং তা শুধু ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নয়। তার যোগাযোগ দক্ষতাও দারুণ। তার সঙ্গে আমার বোঝাপড়া খুবই ভালো। সে জানে, আমার কোন কোন জায়গায় উন্নতি করতে হবে এবং কিভাবে চ্যালেঞ্জ নিতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে সিরিজে না খেললেও আইপিএলের সংযুক্ত আরব আমিরাত পর্বে শুরু থেকেই খেলবেন স্টইনিস। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২২ সেপ্টেম্বর মাঠে নামবে স্টইনিসের দল দিল্লি।