আইপিএল

হার্দিককে নিয়ে দুশ্চিন্তা নেই: মাহেলা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:57 সোমবার, 20 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গতকাল (১৯ সেপ্টম্বর) থেকে শুরু হয়েছে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। যে ম্যাচে খেলতে দেখা যাইনি হার্দিক পান্ডিয়াকে।

অনেকেই মনে করছিলেন ইনজুরির কারণে হয়ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে যাবেন এই অলরাউন্ডার। কিন্তু মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন, হার্দিককে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

ইনুজরি থেকে সেরে উঠে এই ম্যাচে খেলবেন কিনা এ নিয়ে দ্বীধাদ্বন্দ্বে ছিলেন। যে কারণে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে খেলেননি। তবে আরো কিছুদিন পর্বেক্ষণ করেই তবেই হার্দিক মাঠে নামাবেন মুম্বাইয়ের কোচ।

জয়াবর্ধনে বলেন, 'হার্দিক ঠিক মতোই প্রস্তুতি নিচ্ছিলো তবে একটু দ্বিধাগ্রস্ত ছিল। তাই আমরা আবার সতর্কতা অবলম্বন করেছি। আমরা তাকে আরও কিছু দিন দেখতে দেই যে পরিস্থিতি কেমন আছে, কিন্তু গুরুতর কিছু নয়।'

হার্দিকের সঙ্গে এই ম্যাচে খেলেননি মুম্বাইয়ের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাও। মূলত তাকে বিশ্রাম দিতেই একাদশের বাইরে রাখা হয়েছিল। তবে জয়াবর্ধনে জানিয়েছেন, রোহিতকে দ্বিতীয় ম্যাচ থেকেই দেখা যাবে।

জয়াবর্ধনে বলেন, 'রোহিত নেটে ব্যাটিং করছিল এবং রানিংও করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর আমরা অনুভব করেছি যে, সম্ভবত তার আরও কিছুদিন বিশ্রাম দরকার। এতে পরবর্তী ম্যাচগুলো খেলার জন্য সে ফিট হয়ে উঠবে।'