বাংলাদেশ- জিম্বাবুয়ে সিরিজ

বিশ্বকাপ বাছাইপর্বে আত্মবিশ্বাস দেবে জিম্বাবুয়ে সিরিজ: রুমানা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:09 সোমবার, 20 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী নভেম্বরে জিম্বাবুয়ে সফর দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে জিম্বাবুয়ে নারীদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সালমা খাতুন-জাহানারা আলমরা।

এই সিরিজের পরপরই দেশটিতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। সেখানেও খেলবে বাংলাদেশের মেয়েরা। তাই রুমানা আহমেদ বলছেন, এই সিরিজে ভালো ক্রিকেট খেলতে পারলে তা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বিশ্বকাপ বাছাই পর্বে।

এই সফরের আগে জিম্বাবুয়ের মাটিতে কখনও পা রাখেনি বাংলাদেশ। তাই বিশ্বকাপ বাছাই পর্বের আগে ওয়ানডে সিরিজ তাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। রুমানা বলেন, ‘এর আগে আমরা জিম্বাবুয়ের মাটিতে খেলিনি, তাই তাদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা। যা বিশ্বকাপ বাছাইপর্বে আমাদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে। ‘

তিনি আরও বলেন, ‘আমরা বিকেএসপিতে এক মাসের ক্যাম্প শেষ করে এখন দশ দিনের জন্য বিশ্রামে আছি। আমাদের পরবর্তী ক্যাম্প শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে এবং তা চলবে জিম্বাবুয়ে সফরের জন্য দেশ ছাড়ার আগে পর্যন্ত। তবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না কারণ আমরা এখনও পূর্ণাঙ্গ সূচি পাইনি।’

এই সিরিজ আর বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে বেশ কিছুদিন ধরেই নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ। যদিও বেশ কিছু দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় এটাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রুমানা।

তিনি বলেন, ‘আমরা ক্যাম্প করার পাশাপাশি নিজেদের মধ্যে কিছু ম্যাচও খেলেছি যেখানে মেয়েরা দারুণ পারফর্ম করেছে তাই আমি মনে করি আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। আমরা বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছি এবং এটা আমাদের প্রধান চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এটা মাঠের ক্রিকেটে নিজেদের মানিয়ে নিতে।’