পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ

সিরিজ বাতিলের ঘটনাটি লজ্জার: উইলিয়ামসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:57 সোমবার, 20 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তান সফর করেও সিরিজ বাতিল করে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড। তাদের এই ধরণের কর্মকান্ডে সমালোচনায় লিপ্ত হয়েছেন পাকিস্তানের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসন অবশ্য পুরো বিষয়টিকে লজ্জার বলছেন।

যদিও পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ থেকে বিশ্রামে ছিলেন তিনি। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে তিনি অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে। তাই পুরো বিষয়টি তার বিস্তারিত জানা নেই বলেও জানিয়েছেন উইলিয়ামসন।

তিনি বলেন, 'আমি এই ঘটনার বিস্তারিত জানি না। এটি একটি হঠাৎ সিদ্ধান্ত ছিল কিন্তু স্পষ্টতই একটি লজ্জার বিষয়। পাকিস্তানে ক্রিকেট একটি আশ্চর্যজনক জিনিস এবং তাদের সমর্থকরা দুর্দান্ত। সেখানে অনেক আবেগের বিষয় রয়েছে।'

তিনি আরো বলেন, 'আমি মনে করি ছেলেরা পুরো সিরিজটি খেলতে না পারার জন্য হতাশ। কিন্তু আইপিএলের জন্য দুবাইতে থাকায় আমি বিস্তারিত জানিনা। আমি আগামী কয়েক দিনের মধ্যে এই সম্পর্কে আরও কিছু জানতে পারব।'

এই সিরিজ বাতিলের পেছনে অনেকেই নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সমালোচনা করেছেন। কিন্তু ১৮ বছর পর পাকিস্তান সফর করায় এই সিরিজটি খেলার জন্য টম লাথামরা উন্মুখ হয়ে ছিলেন বলেও মনে করেন উইলিয়ামসন।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি অবশ্যই আশা করি না। আপনি সব দেশেই সফর করে খেলা খেলতে চাইবেন। এটি একটি আন্তর্জাতিক খেলা এবং বিশ্বজুড়ে বিশেষ করে পাকিস্তানের প্রতি বিশ্বব্যাপি অনেক সমর্থক রয়েছে।'

তিনি আরো যোগ করে বলেন, 'সিরিজটি ১৮ বছর পর হবে এটির জন্য সকলেই উন্মুখ ছিল। খেলোয়াড়দের নিরাপত্তা সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং যখন আপনি সরকারের কাছ থেকে বার্তা পাবেন তখন খেলোয়াড়দের কিছু করার থাকে না।'