আইপিএল

সাকিবদের বিপক্ষে ফিরছেন রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:14 সোমবার, 20 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের পর হাঁটুর ইনজুরিতে পড়েন রোহিত শর্মা। লম্বা সময় ধরে হাঁটুতে ব্যথা থাকার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বে চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও খেলতে পারেননি তিনি। তবে আইপিএলের আগামি ম্যাচেই খেলবেন রোহিত।

আগামী বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের নবম ম্যাচে মাঠে নামবে মুম্বাই। সাকিব আল হাসানদের বিপক্ষে সেই ম্যাচেই ফিরবেন মুম্বাইয়ের নিয়মিত অধিনায়ক রোহিত। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের পর এমনটাই জানিয়েছেন মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে।

বতর্মানে রোহিত সম্পূর্ণ সুস্থ আছে জানিয়ে শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক বলেন, 'রোহিত ব্যাটিংয়ের পাশাপাশি ভালোভাবেই দৌঁড়ে নিয়েছে। ইংল্যান্ড থেকে ফিরে আসার পর আমাদের মনে হয়েছিল ওর অতিরিক্ত কিছুদিন সময় দরকার। সেটি পাওয়ার পর সে আগামী ম্যাচে খেলার জন্য সম্পূর্ণ ফিট রয়েছে।’

এদিকে ফিট না থাকায় চেন্নাইয়ের বিপক্ষে দেখা যায়নি মুম্বাইয়ের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। অনুশীলনে অস্বস্তিবোধ করায় তাকে নিয়ে বাড়তি ঝুকি নেওয়া হয়নি বলে জানান জয়াবর্ধনে। তবে হার্দিকের গুরুতর কিছুই হয়নি বলেও জানিয়েছেন ৪৪ বছর বয়সী এই কোচ।

রোহিতের মতো হার্দিককেও সময় দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, 'হার্দিক অনুশীলন করেছিল। সে সময় সে সামান্য অস্বস্তিবোধ করছিল। কী ঘটে সেটি দেখতে চেয়েছিলাম, তাই ওর ক্ষেত্রেও সতর্কতা হিসেবে আমরা অতিরিক্ত কয়েকদিন সময় দেব বলে ঠিক করি। কিন্তু ওর গুরুতর কিছুই হয়নি।’

চলমান আইপিএলে আট ম্যাচ খেলে চারটি হারের বিপরীতে চারটিতে জয় তুলে নিয়েছে মুম্বাই। বর্তমানে আট পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে দলটি। এবারের আসরেও শিরোপার অন্যতম দাবিদার মুকেশ আম্বানির মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।