Connect with us

আইপিএল

কোহলির সময়জ্ঞান নিয়ে প্রশ্ন গম্ভীরের


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। আসরের মাঝপথে এসে কোহলির এমন সিদ্ধান্ত দলের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

এবারের আইপিএলের প্রথম পর্বে নিজেদের ৭ ম্যাচের ৫টিতেই জয় তুলে নিয়েছে বেঙ্গালুরু। বর্তমানে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে থাকায়, প্লে অফের দৌড়ে শক্তভাবেই টিকে রয়েছে দলটি। এমন সময়ে এসে কোহলির অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি দলের মধ্যে অস্থিরতা বাড়ানোর পাশাপাশি খেলোয়াড়দের আবেগপ্রবণ করতে পারে বলে মন্তব্য করেছেন গম্ভীর।

কোহলিকে উদ্দেশ্য করে সংবাদমাধ্যমে গম্ভীর বলেন, ‘হ্যাঁ এটি হতে পারত (এই মুহূর্তে ওর সিদ্ধান্তে আমি অবাক)। এটি এমন একটি সময়ে হলো যা টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের আগে। তুমি যদি এটি করতে চাইতে, তুমি টুর্নামেন্ট শেষে অধিনায়কত্ব ছাড়তে পারতে। কারণ বিষয়টি দলের খেলোয়াড়দের অস্থিরতা বাড়াতে ও আবেগপ্রবণ করে দিতে পারে।’

ফ্র্যাঞ্চাইজিকে শিরোপা জেতানোর লক্ষ্যেই খেলোয়াড়েরা দলবদ্ধ হয়ে খেলে থাকে। কেবল একজন ক্রিকেটার হিসেবে দলকে শিরোপা জেতানো সম্ভব নয়। তাই অধিনায়ক হওয়ায় কোহলির বাড়তি চাপ নেওয়ার কোনো কারণ নেই বলেও মনে করেন ভারতের হয়ে টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপজয়ী ওপেনার গম্ভীর।

তিনি বলেন, ‘তারা (বেঙ্গালুরু) ভালো অবস্থানে রয়েছে। তুমি কেন আলাদা চাপ নিতে যাবে, খুব সম্ভাবত বিষয়টি খেলোয়াড়দের চাপে ফেলে দেবে, যেমনটি বিরাট করেছে। তুমি ব্যক্তি হিসেবে এটি জিততে চাইতে পারবে না। তবে তুমি ফ্র্যাঞ্চাইজির হয়ে জিততে চাইতে পার। যদি ওকে এটা করতে হতো, তাহলে টুর্নামেন্টের পরেও সে এটা করতে পারত।’

শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণাও দিয়েছেন কোহলি। অর্থাৎ নভেম্বরের পর টি-টোয়েন্টি সংস্করণে আর নেতৃত্ব দিতে দেখা যাবে না সময়ের অন্যতম সেরা এই অধিনায়ককে।

সর্বশেষ

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দাপুটে জয়ে বাংলাদেশের গ্রুপে পা রাখল শ্রীলঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

প্রথম রাউন্ডে ভুগবে বাংলাদেশ, জানত স্কটল্যান্ড

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

এজবাস্টনে ইংল্যান্ড-ভারতের স্থগিত হওয়া টেস্ট

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

কোহলির সঙ্গে বাবরকে তুলনা ঠিক না: ওয়াসিম আকরাম

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

নিজেদের ইতিহাসে প্রথমবার সুপার টুয়েলভে নামিবিয়া

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

৪ ক্রিকেটার ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলো

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

ভারতকে যে কেউ বিধ্বস্ত করতে পারে: নাসের

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

উইলিয়ামসনকে বিশ্বকাপের সব ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

২০২৩ বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশায় মরগান

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দলের যে কেউ উইন্ডিজকে ম্যাচ জেতাতে পারে: বদ্রি

আর্কাইভ

বিজ্ঞাপন