আইপিএল

মুম্বাইয়ের বিপক্ষে খেলা ফাইনাল খেলার মতোই: ব্রাভো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:51 সোমবার, 20 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। তিনবার জিতেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দুই দলের প্রতিদ্বন্দ্বিতা বাড়তি রোমাঞ্চের সঞ্চার করে যেকোনো আইপিএল আসরে। এবারও তার ব্যতিক্রম হয়নি!

সুপার ক্লাসিকোতে দারুণভাবে ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। এবারের আসরে দ্বিতীয় লেগে আগে ব্যাটিং করে রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিং দৃঢ়তায় ৬ উইকেটে ১৫৬ রান জমা করে চেন্নাই।

এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে মুম্বাইকে ১৩৬ রানে আটকে রাখে দলটি, যেখানে তিনটি উইকেট নিয়ে চেন্নাইয়ের জয়ে দারুণ অবদান রাখেন ডোয়াইন ব্রাভো। এমন জয়ের পর ক্যারিবিয়ান অলরাউন্ডার জানালেন, মুম্বাইয়ের বিপক্ষে খেলা প্রতিটি ম্যাচই যেন ফাইনালের মতো!

ম্যাচ শেষে ব্রাভো বলেন, ‘এটি দারুণ অনুভূতি। আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে খেলা ফাইনাল খেলার মতোই। তাদের বিপক্ষে জয় পাওয়া সবসময়ই দারুণ ব্যাপার। সিপিএলের শেষ পর্যায়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিলাম। যখন আমি এখানে আসলাম তেমনটিই করতে চাচ্ছিলাম। তবে সিপিএলের পর এখানে গতকাল কেবলমাত্র একটি বোলিং সেশন পার করেছি। সেই ৪ ওভার বল করতে পেরে আমি আনন্দিত।’

এই ম্যাচে আটে ব্যাটিং করতে নেমে ৮ বলে তিনটি ছক্কার সাহায্যে ২৩ রানের অসাধারণ এক ক্যামিও খেলেছেন ব্রাভো। ইনিংসের শেষ দিকে তার এমন ঝড়ো ইনিংসের সুবাদেই লড়াকু সংগ্রহ দাঁড় করায় চেন্নাই। এমন ব্যাটিংয়ের পর ব্রাভো জানান, ম্যাচের মোমেন্টাম বুঝে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেন।

৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, ‘সিএসকের ব্যাটিং লাইন-আপে আমি লোয়ার অর্ডারে ব্যাটিং করে থাকি। আমি ব্যাট হাতে কেবলমাত্র মোমেন্টাম বোঝার চেষ্টা করি। আর এই জিনিসটিকেই পুঁজি করে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি যখন ব্যাট করতে যাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

নিজেদের ইনিংসে দলীয় ২৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল চেন্নাই। দলের দুঃসময়ে ৫৮ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে টেনে তোলেন গায়কোয়াড়।

তাকে প্রশংসায় ভাসিয়ে ব্রাভো বলেন, ‘গত আসর থেকেই গায়কোয়াড় আমাদের তারকা ক্রিকেটার। সে একজন মানসম্পন্ন ক্রিকেটার। সে উপযুক্ত শট খেলে এবং শেষ পর্যন্ত খেলে। এই খেলাটির জন্য তার গতি এবং ক্ষুধা আছে।’