আইপিএল

রুতুরাজের বীরত্ব আর বোলারদের নৈপুণ্যে চেন্নাইয়ের জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:56 রবিবার, 19 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিং দৃঢ়তার পর বোলারদের নৈপুণ্যে মুম্বাই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।

জিততে হলে মুম্বাইকে শেষ ওভারে করতে হত ২৪ রান। ব্যাটসম্যান হিসেবে ছিলেন সৌরভ তিওয়ারি ও অ্যাডাম মিলনে। তারা ডোয়াইন ব্রাভোর ওভারে নিতে পেরেছেন কেবল ৩ রান। শেষ পর্যন্ত লড়াই করেও তাই হারকে সঙ্গী করেই মাঠ ছাড়তে হয়েছে কাইরন পোলার্ডের দলকে।

চেন্নাইয়ের লড়াকু সংগ্রহের জবাবে ভালো শুরু করতে পারেনি আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই। তারা দলীয় ১৮ রানে হারায় ওপেনার কুইন্টন ডি ককের উইকেট। এই প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান ১২ বলে ১৭ রান করে দীপক চাহারের বলে এলবিডব্লিউ হন। অভিষিক্ত আনমলপ্রীত সিং বোল্ড হয়ে চাহারের দ্বিতীয় শিকার হন ১৬ রান করে।

এরপর হাল ধরতে পারেননি প্রথম পর্বে দারুণ খেলা সূর্য কুমার যাদব। তিনি কাটা পড়েন ৩ রান করে। ইশান কিশান ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ফিরেছেন মাত্র ১১ রান করে। অধিনায়ক কাইরন পোলার্ড ১৫ রানের বেশি করতে পারেননি। একমাত্র ভরসা হয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন সৌরভ তিওয়ারি।

এই বাঁহাতি ব্যাটসম্যান ৪০ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। শেষদিকে মিলনে ১৫, রাহুল চাহার ০ ও জসপ্রিত বুমরাহ ১ রানে অপরাজিত থাকলেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেন রোহিত শর্মাবিহীন মুম্বাই।

এর আগে এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চেন্নাই সুপার কিংস। তারা দলীয় ২৪ রানের মধ্যে হারায়া উপরের সারির ৪ ব্যাটসম্যানকে। এই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি ফাফ ডু প্লেসি, মঈন আলী ও আম্বতি রাইডু। অভিজ্ঞ ব্যাটসম্যান সুরেশ রায়না ফিরেছেন মাত্র ৪ রান করে।

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আউট হয়েছে ব্যক্তিগত ৩ রানে। এমন পরিস্থিতি থেকেই চেন্নাইকে একা ব্যাট হাতে টেনে তুলেছেন ওপেনার রুতুরাজ। তিনি ৫৮ বলে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলেছেন। শেষদিকে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

তিনি ৩৩ বলে ২৬ রান করে আউট হন। আর ডোয়াইন ব্রাভো ৮ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেন। এর ফলে চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাইয়ের বিপক্ষে ১৫৬ রানের বড় পুঁজি পায় চেন্নাই। মুম্বাইয়ের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও জসপ্রিত বুমরাহ।

সংক্ষিপ্ত স্কোর-

চেন্নাই সুপার কিংস- ১৫৬/৬ (২০ ওভার) (গায়কোয়াড় ৮৮*, জাদেজা ২৬, ব্রাভো ২৩; মিলনে ২/২১, বুমরাহ ২/৩৩)

মুম্বাই ইন্ডিয়ান্স-১৩৬/৮ (২০ ওভার) (সৌরভ ৫০*, ডি কক ১৭, পোলার্ড ১৫; ব্রাভো ৩/২৫, চাহার ২/১৯)