ভারতীয় ক্রিকেট

কোহলি নেতৃত্ব ছাড়ায় অবাক লারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:55 রবিবার, 19 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ত সংস্করণের এই ক্রিকেটে আর অধিনায়কত্ব করবেন না বিরাট কোহলি। মূলত নিজের ওপর ওয়ার্কলোড কমিয়ে ব্যাটে নিজের ছন্দ ফিরে পেতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কোহলির এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন ব্রায়ান লারা।

এক সময় হরহামেশাই সেঞ্চুরি তুলে নিলেও বিগত দুই বছরে নিজেকে হারিয়ে খুঁজছেন কোহলি। ২০১৯ সালে টেস্টে বাংলাদেশের বিপক্ষে শেষ সেঞ্চুরি পাওয়ার পর পঞ্চাশোর্ধ ইনিংস পেরিয়ে গেলেও তিন অঙ্ক আর ছুঁতে পারেননি ভারত অধিনায়ক। তাই তিন সংস্করণের অধিনায়কত্ব সামলানোর বাড়তি চাপ কমাতেই টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন তিনি।

কোহলির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না লারা। তার মতে, তিন সংস্করণের ক্রিকেটেই ব্যাট হাতে দারুণ পারফর্ম করছেন কোহলি। পাশাপাশি তিনি অধিনায়ক হিসেবেও সফল। তাই কোহলির এমন সিদ্ধান্ত লারাকে হতবাক করেছে।

কোহলির অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে ক্যারিবিয়ান এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, ‘আমি অবাক হয়েছি। সে দারুণ কাজ করছিল। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বা সব বড় দেশের বিপক্ষেই সে ভালো ব্যাটিং করছে। আমার মতে সে দারুণ পারফর্ম করেছে।’

বিরাট কোহলি ভারতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর ফলে অধিনায়ক হিসেবে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের সর্বোচ্চ আসরে অভিষেক হতে যাচ্ছে তার। আবার একই সঙ্গে দলনেতা হিসেবে এটা তার শেষ বিশ্বকাপও।

কোহলি প্রসঙ্গে লারা আরও বলেন, ‘অধিনায়ক হিসেবে এটি তার প্রথম ও শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এটা সত্যিই অবাক করা ব্যাপার। সে তার নিজের খেলা থেকে কখনও কখনও একটু পিছিয়ে আবার শুরু করে। যা তাকে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে।’