পাকিস্তানের ক্রিকেট

কিউইদের ওপর দোষ চাপিও না, হাফিজকে ম্যাকক্লেনাঘান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:00 রবিবার, 19 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে গিয়ে হুমকি পাওয়ায় এক ম্যাচও না খেলে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরপরই কিউই ক্রিকেটারদের এই ধরণের সিদ্ধান্তের সমালোচনায় লিপ্ত হয়েছেন পাকিস্তানের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন ক্রিকেটাররাও পাকিস্তানের পাশে এসে দাড়িয়েছেন। সিরিজ স্থগিত হবার খবরের পর পরই ভিডিও বার্তায় পাকিস্তানকে ক্রিকেটের জন্য নিরাপদ আখ্যা দিয়েছেন ড্যারেন স্যামিরা। ক্রিস গেইল তো সেখানে একটি ম্যাচ খেলতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এই ঘোষণার দিনই নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য কিউই ক্রিকেটাররা পাকিস্তান ত্যাগ করেন। কিউইদের পাকিস্তান ছাড়ার দিনে তাদের নিয়ে উপহাস করে টুইট করেছিলেন মোহাম্মদ হাফিজ। যেখানে তিনি অভিযোগের আঙ্গুল তুলেছেন কিউই ক্রিকেটারদের দিকে।

টুইটারে হাফিজ লিখেছিলেন, 'পাকিস্তানের নিরাপত্তা কর্মীদের ধন্যবাদ জানাতেই হয়, ব্লাকক্যাপসদের কোনো ধরণের সমস্যা ছাড়াই বিমান বন্দরে পৌঁছে দেয়ার জন্য। একই রুট এবং একই নিরাপত্তা আজকে কি কোন হুমকি ছিল না?'

হাফিজের এই টুইটের জবাব দিয়েছেন নিউজিল্যান্ডের পেসার মিচেল ম্যাকক্লেনাঘান। ক্রিকেটারদের অভিযোগ না করে হাফিজকে নিউজিল্যান্ডের সরকারকে দোষ দেয়ার আহ্বান করেছেন এই বাঁহাতি পেসার।

তিনি বলেন, 'এভাবে খারাপ শোনায়। ক্রিকেটারদের এবং সংগঠনকে অভিযোগ করো না। দোষ দেয়ার হলে আমাদের সরকারকে দাও। ক্রিকেটাররা শুধু পরামর্শ গ্রহণ করেছে। তারা যে খেলতে চায় সেটি ক্রিকেটাররা প্রমাণ করতে চাচ্ছিলো। তাদের আসলে কোন ধরণের পছন্দ ছিল না।'