অ্যাশেজ সিরিজ

অস্ট্রেলিয়ার বিমান ধরতে প্রস্তুত ব্রড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:46 রবিবার, 19 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চোটের কারণে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পরই ছিটকে গিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। সেই ইনজুরি কাটিয়ে এবার অনুশীলনে ফিরেছেন তিনি। তাই নিশ্চিতভাবেই বলা যায়, আসন্ন অ্যাশেজের স্কোয়াডে থাকছেন ব্রড। অভিজ্ঞ এই পেসার নিজেও অস্ট্রেলিয়ার বিমান ধরতে মুখিয়ে আছেন।

করোনার কারণে যেকোনো সিরিজে প্রতিপক্ষের কোয়ারেন্টিন নীতিমালা নিয়ে বরাবরই বেশ সোচ্চার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই ধারাবাহিকতা এই বছরের শেষদিকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজেও থাকছে।

অস্ট্রেলিয়ার সরকার এবং দেশটির ক্রিকেট বোর্ড চায় না, করোনার প্রকোপের মাঝে পরিবার নিয়ে কোনও দল সেই দেশে গিয়ে খেলুক। কিন্তু ইংলিশ ক্রিকেটাররা পরিবারসহ যেতে চান এই সফরে। অবশ্য ব্রড বলছেন, শেষ পর্যন্ত কোনো বাধা থাকবে না এই সফরে।

অ্যাশেজে খেলতে যাওয়া প্রসঙ্গে ব্রড বলেন, ‘আপনি যদি জিজ্ঞেস করেন আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার বিমানে উঠতে পারলে আমি খুশি হবো কি না, তাহলে বলব, 'হ্যা'। এটার জন্য আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমি মনে করি না যে এই সফর স্থগিত করা হবে। এটা স্পষ্ট যে, ইংল্যান্ডের কিছু শর্ত এই সফরকে শঙ্কায় ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে নতুন কোনো তথ্য আসলে সেটা ইসিবি আমাদের জানানোর চেষ্টা করে। তবে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। আমি মনে করি, কেউ এমন কথা বুকে হাত রেখে বলতে পারবে না যে, সে জৈব সুরক্ষা বলয়ের মধ্য দিয়ে যায়নি এবং এটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার।’

ব্রড মনে করেন, কোয়ারেন্টিনে থাকাটা একজন পেস বোলারের জন্য খুবই কষ্টকর। তার মতে পেসার হিসেবে টানা ১৪ দিন বোলিং অনুশীলন ছাড়া পার করাটা আন্তর্জাতিক ক্রিকেটে খুবই বিরল। তাছাড়া এ সময়ে ক্রিকেটারদের সীমিত পরিসরে অনুশীলনের সুযোগ দেওয়া হয়, যা পর্যাপ্ত নয়।

৩৫ বছর বয়সী ব্রড বলেন, ‘আমাদের এমন পরিস্থিতিতে থাকতে হবে, যেখানে প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টার মতো অনুশীলনের অনুমতি দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেট খেলা একজন বোলার খুব কমই, দুই সপ্তাহ বোলিং ছাড়া পার করে।’