পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ

শুক্রবার সবকিছু বদলে গেছে, নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:04 রবিবার, 19 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট রবিবার জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট হয়েছিলেন। সে কারণেই কিউই দলকে পাকিস্তানের সফরের সবুজ সঙ্কেত দিয়েছিলেন তারা।

৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের টসের ঠিক আগ মুহূর্তে সিরিজ স্থগিত করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে নিউজিল্যান্ড। দলটির পক্ষ থেকে জানানো হয় তারা হুমকি পেয়েছেন।

সিরিজ স্থগিতের দুদিন পর বিশেষ বিমানে নিউজিল্যান্ড দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা দুবাই পৌঁছেছেন রবিবার। নিউজিল্যান্ডের ৩৪ সদস্যের বহরের মধ্যে ২১ জন ক্রিকেটার রয়েছেন।

দুবাইয়ে স্থানীয় হোটেলে তারা ২৪ ঘণ্টার আইসোলেশনে থাকবেন। আগামী সপ্তাহেই তারা সবাই নিউজিল্যান্ড ফিরে যাবেন বলে ধারনা করা হচ্ছে।

এক বিবৃতিতে ডেভিড হোয়াইট বলেন, 'শুক্রবার সবকিছু বদলে গেছে। পরামর্শ বদলে গেছে, হুমকির মাত্রা বদলে গেছে। এরই ফলস্বরূপ আমরা এই দায়িত্বশীল পদক্ষেপ নিয়েছি।'

শেষ মুহূর্তে সিরিজ স্থগিত করাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের এই কর্মকর্তা। সম্ভাব্য আক্রমণের হুমকি পাওয়ার পর আর কোনো রাস্তা ছিল না তাদের এমনটাই মনে করেন হোয়াইট।

তার ভাষ্য, 'আমি যা বলতে পারি একটি নির্দিষ্ট গোষ্ঠী থেকে আমাদের দলকে হুমকি দেয়া হয়েছিল।' হোয়াইট আরও জানিয়েছিলেন, তারা হুমকির ব্যাপারে কোনো বিস্তারিত তথ্যও প্রকাশ করবেন না।