আইপিএল

বেঙ্গালুরুতে ভিন্ন মাত্রা যোগ করবেন চামিরা-হাসারাঙ্গা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:46 শনিবার, 18 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্ব মাঠে গড়াচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে। প্রথম পর্বে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেও ৩ নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট তারা দ্বিতীয় পর্ব শুরু করবে।

এরই মধ্যে তারা দুই লঙ্কান ক্রিকেটার ওয়ানিডু হাসারাঙ্গা ও দুশমান্থ চামিরাকে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরু। এই দুজন যোগ দেয়ায় বেঙ্গালুরু দলে ভিন্ন মাত্রা যোগ হবে বলে জানিয়েছেন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।

বেঙ্গালুরুর আইপিএলের দ্বিতীয় পর্বে পাচ্ছে না দুই অজি ক্রিকেটার অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসনকে। এই দুজনের বদলি হিসেবে হাসারাঙ্গা ও চামিরাকে নিয়েছে দলটি।

এই দুই লঙ্কানের প্রশংসা করে কোহলি বলেছেন, 'আমরা বদলি ক্রিকেটার হিসেবে যে দুজনকে পেয়েছি তারা এই কন্ডিশন সম্পর্কে বেশ ভালো জানে। পুরো উপ মহাদেশের আবহাওয়াই প্রায় একই রকম। ওয়ানিডু হাসারাঙ্গা ও দুশমান্থ চামিরা শ্রীলঙ্কায় অনেকে খেলেছে এবং তারা জানে এমন পিচে কিভাবে খেলতে হয়। এটা আমাদের অনেক সাহায্য করবে।'

সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএলের এবারের পর্বে লড়াই শুরু করবে বেঙ্গালুরু। আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে দুই অজি ক্রিকেটারের নাম সরিয়ে নেয়াকে স্বাভাবিক ভাবেই নিচ্ছেন কোহলি।

তিনি বলেছেন, 'আমাদের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এসেছে, আমরা বেশ কয়েকজন বদলি ক্রিকেটার নিয়েছি। কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা আমাদের সঙ্গে ছিল প্রথম পর্বে। তারা সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় পর্বে খেলবে না এটা বোঝার মতো বিষয়।'

দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা নীল জার্সি পড়ে মাঠে নামবে। করোনার সম্মুখসারির যোদ্ধাদের স্মরণে এই জার্সি পড়ে মাঠে নামবে কোহলিরা। ক্রিকেটারদের সাক্ষরিত সেই জার্সি নিলামে তোলা হবে এবং ভারতের করোনার টিকার জন্য ব্যয় করা হবে বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে।