ভারতীয় ক্রিকেট

পাডিকাল শেষ মুহূর্তে বিশ্বকাপে ডাক পেতে পারেন : শেবাগ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:11 শনিবার, 18 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ পারফর্ম করায় লোকেশ রাহুল, ঈশান কিশান, দেবদূত পাডিকাল ও স্যাঞ্জু স্যামসনকে আলাদাভাবে পছন্দ বীরেন্দ্র শেবাগের।

এই চার ক্রিকেটারের মধ্যে থেকে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন রাহুল ও কিশান। আইপিএলের বাকি অংশে ভালো পারফর্ম করে পাডিকাল বা স্যামসনের যে কেউ বিশ্বকাপের জন্য পুনরায় বিবেচিত হতে পারেন বলে মনে করছেন শেবাগ।

সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের আগে সেখানে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএলের বাকি অংশ। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসরটির এই অংশে ভালো পারফর্ম করলে ভারতের বিশ্বকাপ দলে আবারও পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন শেবাগ। আর তেমনটি হলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা পাডিকালের পক্ষেই নিজের বাজি ধরছেন ভারতের সাবেক এই ওপেনার।

এ প্রসঙ্গে শেবাগ বলেন, 'আমার প্রথম পছন্দ হবে ঈশান কিষান, তারপর দেবদূত পাডিকাল, কেএল রাহুল এবং সঞ্জু স্যামসন। এই চারজনকে আমি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করব। আমি দেবদূত ব্যাটিং পছন্দ করি। যদি আমাকে চার জনের মধ্যে একজনকে বেছে নিতে হয় তাহলে ওকেই বেছে নেব।'

২০২০ সালে আইপিএলে অভিষেক হওয়া পাডিকাল সেই আসরে ১৫ ম্যাচে ৪৭৩ রান সংগ্রহ করেন। তাছাড়া ঘরোয়া লিগের পারফরম্যান্সে গত শ্রীলঙ্কা সফরে ভারতের দলে ডাক পেয়েছিলেন তিনি। যদিও ভারতের বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেননি।

এই পর্বে ভালো পারফর্ম করলে ভারতের টপঅর্ডারে পাডিকালে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে শেবাগ আরও বলেন, ‘কে জানে, সে যদি ভালো খেলে তাহলে ওকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় টপঅর্ডারে নাম উঠতে পারে।’