ভারতীয় ক্রিকেট

পুনরায় ভারতের কোচ হতে আগ্রহী নন শাস্ত্রী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:34 শনিবার, 18 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন ছিল, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় প্রধান কোচের দায়িত্ব নেবেন না রবি শাস্ত্রী। এবার সেই গুঞ্জনে ঘি ঢাললেন শাস্ত্রী নিজেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পুনরায় ভারতীয় দলের কোচ হতে অনাগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি ইংল্যান্ডের গার্ডিয়ানের কাছে এক সাক্ষাৎকারে তিনি এমনটা ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘ চার বছর ধরে ভারতের প্রধান কোচের দায়িত্বে আছেন শাস্ত্রী। তার অধীনে যথেষ্ট সফলতা পেয়েছে ভারত। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে তাদের মাঠে সাদা পোশাকের ক্রিকেটে হারিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মারা। আর এমন অর্জনকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে সুখকর সৃতি বলছেন শাস্ত্রী।

নিজের কোচিং ক্যারিয়ার প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘আমার এরকমই মনে হয় (বিশ্বকাপ দিয়েই শেষ)… কারণ, যা কিছু চেয়েছি, সব কিছু অর্জন করেছি আমি। পাঁচ বছর এক নম্বরে থাকা (টেস্ট র‌্যাঙ্কিংয়ে), অস্ট্রেলিয়ায় দুইবারের সফরে জয়, ইংল্যান্ডে জয়!’

তিনি আরও বলেন, ‘এই গ্রীষ্মের শুরুতে মাইক আথারটনের (সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও ধারাভাষ্যকার) সঙ্গে কথা হচ্ছিল আমার। তাকে বলছিলাম, ‘আমার কাছে এটাই চূড়ান্ত-অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো এবং কোভিডের এই সময় ইংল্যান্ডে জয়।’

শাস্ত্রী অবশ্য একধাপ এগিয়ে ভারতের পরবর্তী কোচ কে হতে পারে সেটাও ভেবে রেখেছেন। তার সেই তালিকায় প্রথম পছন্দ অনিল কুম্বলে। তার মতে সে আগের মেয়াদেও দলের সঙ্গে অসাধারণ কাজ করেছিল। তার বিশ্বাস পুনরায় ভারত দলের দায়িত্ব নিলে সফল হবেন কুম্বলে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আসলেই সত্যি যে, কুম্বলে দলের সঙ্গে দারুণ কাজ করেছে। তিনি অবশ্যই ভাল বিকল্প হবেন। তবে এটা দেখা জরুরি যে, তিনি দ্বিতীয়বার বোর্ডের দায়িত্ব নিবেন কি না। সুতরাং তার সম্মতিও গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে হ্যাঁ, তিনি অবশ্যই দলকে এগিয়ে নিতে পারেন।’