আইপিএল

রাজস্থানের চ্যাম্পিয়ন না হওয়ার কারণ নেই: শামসি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:44 শনিবার, 18 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন না হওয়ার কারণ দেখছেন না তাবরাইজ শামসি। সংযুক্ত আরব আমিরাত পর্বে দলগতভাবে অসাধারণ পারফর্ম করে শিরোপা জিততে চান আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার।

আইপিএলের দ্বিতীয় ভাগের আগে অ্যান্ড্রু টাইয়ের পরিবর্তে শামসিকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। বর্তমানে দলের ক্যাম্পে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই দক্ষিণ আফ্রিকান।

শামসি বলেন, 'ক্যাম্পের ক্রিকেটারদের মানসিক অবস্থা দারুণ। চ্যাম্পিয়ন না হতে পারার কোনো কারণ আমি দেখছি না। আমি নতুন দলের সঙ্গে অভিজ্ঞতা অর্জন করতে মুখিয়ে আছি। রাজস্থান ক্যাম্পে দারুণ দিন কাটছে।'

আইপিএলের প্রথম অংশে সাতটি ম্যাচ খেলেছে রাজস্থান। তিনটি জয় ও চারটি হার নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে ২০০৮ সালে একমাত্র শিরোপা জেতা এই দলটি।

যদিও ৩১ বছর বয়সী বাঁহাতি স্পিনার শামসির মতে, আইপিএলের প্রথম অংশের পারফরম্যান্স খুব বেশি গুরুত্ব বহন করবে না। আসরের বাকি অংশের পারফরম্যান্সই নির্ধারণ করে দেবে প্লে অফের চার দল।

শামসি আরও বলেন, 'আমার মনে হয়, প্রথম স্থানে থাকুক বা পঞ্চম স্থানে, অর্ধেক আসর পর্যন্ত এটা কোনো ব্যাপারই না। দ্বিতীয় ভাগে আপনি কী করবেন সেটাই মূল বিষয়। তাই আমি মনে করি, এখন আমরা ভালো অবস্থানে আছি। এখনো অর্ধেক আসর বাকি। বাকি ম্যাচগুলো আমরা কীভাবে খেলি সেটাই দেখার বিষয়।'