Connect with us

আইপিএল

বুড়োরা শিরোপা জেতাবে চেন্নাইকে, প্রত্যাশা পিটারসেনের


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

স্থগিত হওয়ার আগে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ সময় পার করেছে চেন্নাই সুপার কিংস। আসরে তাদের পারফরম্যান্স মুগ্ধ করেছে কেভিন পিটারসেনকে। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মতে, দলের বুড়ো ক্রিকেটাররা পারফর্ম করলে এবারের আসরে চ্যাম্পিয়ন হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই!

এবারের আসরে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে চেন্নাই। যেখানে পাঁচ জয়ের বিপরীতে তাদের হার দুটি ম্যাচে। আট দলের এই আসরে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে চেন্নাই। পাশাপাশি দলের বেশিরভাগ ক্রিকেটারই সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন।

আইপিএলের প্রথম পর্বে চেন্নাইয়ের এমন পারফরম্যান্সের পর আসরে দারুণ কিছু করবে দলটি, বিশ্বাস পিটারসেনের। যদিও তিনি মনে করছেন বুড়ো হয়ে যাওয়া ক্রিকেটাররা ছন্দে ফিরতে কিছুটা সময় নিবে। তার মতে ধোনি, ফাফ ডু প্লেসিরা নিজেদের সেরাটা দিতে পারলে এই আসরের চ্যাম্পিয়ন ট্রফি চেন্নাইয়ের ঘরেই উঠবে।

আইপিএলে চেন্নাইয়ের সম্ভাবনা প্রসঙ্গে পিটারসেন বলেন, ‘বিশেষ করে বুড়ো ক্রিকেটারদের ছন্দে ফিরতে কিছুটা সময় লাগতে পারে। তারা যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে পরের কয়েক সপ্তাহ তাদের জন্য ঐতিহাসিক হতে যাচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ আছে তাদের, যা টুর্নামেন্ট শুরুর আগে কেউই ভাবেনি।’

বয়স্ক ক্রিকেটারদের প্রধান্য দিয়ে দল গড়ায় খুব একটা আলোচনায় ছিল না চেন্নাই। কিন্তু আসর শুরুর পর তাদের পারফরম্যান্স সবার নজর কেড়ে নিতে বাধ্য করেছিল। কিন্তু চার মাস বিরতির পর সংযুক্ত আরব আমিরাত পর্বে তাদের সেই ছন্দ ধরে রাখা সহজ হবে না- এমনটাই মনে করছেন পিটারসেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত এপ্রিলে আইপিএলের এবারের আসর শুরুর আগে চেন্নাই বুড়ো ক্রিকেটারদের প্রধান্য দিয়ে দল গড়ায় সবাই নেতিবাচক মন্তব্য করেছিল। তাই তাদের পয়েন্ট টেবিলে উপরের দিকে দেখে আমি কিছুটা বিস্মিত। তাদের তিন বিদেশি ক্রিকেটার ডু প্লেসি, মঈন ও স্যাম কারান প্রত্যেকেই দারুণ পারফর্ম করছে। কিন্তু চার মাস বিরতির পর আরব আমিরাত পর্বে তারা ফর্মে থাকে কিনা তা নিয়ে কিছুটা সংশয় আছে।’

সর্বশেষ

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

শারজাহ’র উইকেটে মিরপুরের ছায়া দেখছেন ডমিঙ্গো

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

রোমাঞ্চ ছড়িয়ে জিতল অস্ট্রেলিয়া

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

রোহিত-রিজওয়ানরাই ব্যবধান গড়ে দেবে: ইউনিস

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত রহস্য স্পিনার থিকশানা

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

বাংলাদেশকে স্পিন আক্রমণে কাবু করতে চান শানাকা

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

দ্রাবিড়ের কোচ হওয়ার সংবাদ পত্রিকায় পড়েছি: সৌরভ

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চেয়েছিলেন তামিম

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

আমি ছাড়া আর প্রশ্ন তুলবেই বা কে, মাহমুদউল্লাহ ইস্যুতে পাপন

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

অধিনায়কত্ব ছাড়তে কোহলিকে চাপ দেয়া হয়নি: সৌরভ

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

টি-টোয়েন্টির সেরা বোলার বুমরাহ: আমির

আর্কাইভ

বিজ্ঞাপন