এখানেই শেষ নয়, বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে সিরাজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:41 শুক্রবার, 17 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ সিরাজ। সর্বশেষ ইংল্যান্ড সফরেও দলের সেরা পারফর্মারদের একজন ছিলেন এই ডানহাতি পেসার। এমন পারফরম্যান্সের পরও তিনি জায়গা পাননি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে।

যদিও এই পেসার জানিয়েছেন তার স্বপ্ন ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চার ম্যাচেই ভারতের একাদশে ছিলেন সিরাজ। এই সিরিজে চার ম্যাচে তিনি শিকার করেছেন ১৪ উইকেট।

যেখানে লর্ডস টেস্টে ৮ উইকেট নিয়ে ছিলেন দলের জয়ের অন্যতম নায়ক। পাশাপাশি স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ছিলেন দুর্দান্ত ফর্মে। বিশেষ করে নতুন বলে অধিনায়কের আস্থার প্রতীক হয়ে ছিলেন পুরো আসরে। এমন পারফরম্যান্সের পরও বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে কিছুটা হতাশ সিরাজ। 

তিনি বলেছেন, ‘দলে জায়গা পাওয়ার ব্যাপারটি আমাদের হাতে নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাটা অবশ্যই স্বপ্ন ছিল। তবে এখানেই সব শেষ নয়। আমি আরও অনেক দূরে যেতে চাই। আমার প্রধান লক্ষ্য হচ্ছে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।’

ইংল্যান্ড সফরে ভালো ক্রিকেট খেলতে পেরে আনন্দিত সিরাজ। তিনি মনে করেন, ইংল্যান্ড সিরিজে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পেরেছেন। আর এই সিরিজের পারফর্ম্যান্স তার কাছে কল্পনার মতোই দুর্দান্ত।

ইংল্যান্ড সিরিজে নিজের পারফর্ম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, ‘ইংল্যান্ড সফর কল্পনার মতোই দুর্দান্ত ছিল। দলের অধিনায়ক বিরাট ভাই, প্রধান কোচ রবি শাস্ত্রী, সাপোর্ট স্টাফ এবং পুরো দলের আস্থার প্রতিদান দিতে পেরে আমি আনন্দিত।’