আইপিএল

আইপিএলের গত আসরের ফর্ম এবারও ধরে রাখতে চান নরকিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:14 শুক্রবার, 17 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত দুই মৌসুমে ধরেই দিল্লি ক্যাপিটালসে আছেন অ্যানরিক নরকিয়ে। গত আসরে রানার্সআপ হয়েছিল তার দল। যেখানে বল হাতে দলের অন্যতম সেরা পারফর্মারদের একজন ছিলেন তিনি। এবার আরব আমিরাত পর্বেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান নরকিয়া।

সর্বশেষ আসরে দিল্লির হয়ে ১৬ ম্যাচে ২২ উইকেট শিকার করেছিলেন এই প্রোটিয়া পেসার। যেখানে তার ইকোনোমি ছিল ৮.৩৯। কিন্তু এবারের আসরের শুরুতেই তিনি কোভিড পজিটিভ হন। এর ফলে স্থগিত হওয়ার পূর্বে এবারের আসরে কোনো ম্যাচে মাঠে নামা হয়নি তার। তবে আরব আমিরাত পর্বে ভালো ক্রিকেট খেলতে বেশ আশাবাদী ২৭ বছর বয়সী পেসার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নরকিয়ে বলেন, ‘সর্বশেষ আসরে আমরা দারুণ ক্রিকেট খেলেছিলাম। চেষ্টা করব এবারের আসরেও তেমন পারফর্ম্যান্স করার। আশা করছি, গত আসরের মতোই এবারও দারুণ কিছু হবে। আমি মনে করি আরব আমিরাত পর্বে দলগুলো ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে। আমরা সব কিছুর জন্যই প্রস্তুত থাকব।’

গত আইপিএলের পর বোলিং নিয়ে অনেক কাজ করেছেন তিনি। এবারের আসরে নিজের পরিকল্পনা নিয়ে নরকিয়া বলেন, ‘এটা ঠিক যে, এবারের আসর পরিকল্পনা মতো শুরু করতে পারিনি। যাইহোক আরব আমিরাত পর্বে প্রত্যেক ম্যাচ অনুযায়ী পরিকল্পনা করব। আইপিএলের পর বোলিং নিয়ে কাজ করেছি এবং অনেকটা উন্নতি হয়েছে।’

আইপিএলের পরপরই আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নরকিয়ে মনে করেন, আইপিএলে খেলা ক্রিকেটাররা আগে থেকেই কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। যা বাড়তি সুবিধা দিবে ক্রিকেটারদের।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আইপিএলে খেলা ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়তি সুবিধা পাবে এতে কোনো সন্দেহ নেই। আমাদের সুযোগ থাকছে আরব আমিরাতের কন্ডিশন ও উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার।’