আইপিএল

রশিদের কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:21 শুক্রবার, 17 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ভাগে একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। প্লে অফে উঠতে হলে আইপিএলের সংযুক্ত আরব আমিরাত অংশে অসাধারণ পারফরম্যান্স করতে হবে তাদের। দলের স্পিন বোলিং অলরাউন্ডার রশিদ খানের মতে, প্রতিটি ম্যাচই তাদের জন্য ফাইনাল।

আপাতত পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটি । সাতটি ম্যাচের ছয়টিতেই হেরেছে তারা। প্লে অফে উঠতে হলে বাকি ম্যাচগুলোতে অসাধারণ পারফরম্যান্সের বিকল্প নেই তাদের।

রশিদ বলেন, 'পুরো আসর খেলার জন্য মুখিয়ে আছি। ভারতের যখন খেলা হয়েছে আমরা তখন নিজেদের সেরাটা দিতে পারিনি। এখন আমরা একত্রিত হয়েছি এবং শেষপর্যন্ত ভালো করতে চাই। আমরা সব ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছি এবং শতভাগ দেয়ার চেষ্টা করছি।'

এদিকে আইপিএলের এবারের অংশের শুরুর আগেই দুঃসংবাদ শুনেছে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। দলের নিয়মিত ওপেনার জনি বেয়ারস্টো ব্যক্তিগত কারণে আইপিএল খেলবেন না।

যদিও ইতোমধ্যে বেয়ারস্টোর বদলি খুঁজে পেয়েছে হায়দরাবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান শারফানে রাদারফোর্ডকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সানরাইজার্স দলে অধিনায়ক উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার ও জেসন রয়দের মতো অভিজ্ঞ ওপেনাররা আছেন। দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাও প্রয়োজনে ইনিংস উদ্বোধন করতে পারেন। এ কারণে মিডল অর্ডারে ভরসা খুঁজে পেতে ২৩ বছর বয়সী রাদারফোর্ডকে দলে নেয় হায়দরাবাদ।