অস্ট্রেলিয়া ক্রিকেট

ইনজুরি অ্যাশেজে প্রভাব ফেলবে না: পেইন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:32 শুক্রবার, 17 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গত সপ্তাহে কাঁধে অস্ত্রপচার করিয়েছেন টিম পেইন। সে কারণে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়ে ৬ সপ্তাহের বিশ্রামে রয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। আগামী ডিসেম্বরে মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজের আগেই পুরোপুরি সেরে উঠে দলকে নেতৃত্ব দিতে আত্মবিশ্বাসী তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ ডিসেম্বর। ঘরের মাঠে অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী সিরিজটির আগে সুস্থ হয়ে ওঠার জন্য আড়াই মাসের মতো সময় পাচ্ছেন পেইন। তবে আগামী ৬ সপ্তাহের পরই ক্রিকেটে ফিরে আসবেন বলে আশাবাদী পেইন।

এ প্রসঙ্গে পেইন বলেন, ‘এখনো আড়াই মাস (অ্যাশেজ) বাকি। তা ছাড়া ছয় সপ্তাহ পরই আমি ক্রিকেটে ফিরে আসব। আমি এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে পারি। যেহেতু ৮ ডিসেম্বর প্রথম টেস্ট। তাই আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে আমি তার আগেই সেরে উঠব।’

আপাতত ক্রিকেটের বাইরে থাকলেও অ্যাশেজে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পেইন। অ্যাশেজেও ভালো পারফর্ম করতে আত্মবিশ্বাসী তিনি।

এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, ‘এই ছয় সপ্তাহের প্রতিবন্ধকতা খুব শীঘ্রই পেরিয়ে যাওয়ার পর আমি মনে করছি খেলার জন্য উপযোগী হয়ে উঠবো। আমার বয়স ৩৬ বছর। সেই সঙ্গে আমি প্রচুর ক্রিকেট প্রশিক্ষণ করেছি। আমি জানি খেলার মাঠে ভালোভাবেই পারফর্ম করে যাচ্ছি।’

শেষ দুই অ্যাশেজে একটি জয় পাওয়ার পাশাপাশি অপরটিতে ড্র করেছিল অজিরা। ঘরের মাঠে এবারের সিরিজটি জয় পেতে আশাবাদী পেইন বলেন, ‘আমি আশা করি আগে থেকেই একটি শেফিল্ড শিল্ডে (অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ) ম্যাচ পাবো। সেই সঙ্গে আশা করছি তৃতীয় অ্যাশেজ জিততে পারব। এটা আমার এবং দলের জন্য সত্যিই বিশেষ কিছু হবে।’