ভারতীয় ক্রিকেট

ভবিষ্যতের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে: সৌরভ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:49 শুক্রবার, 17 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি। ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কোহলি, এমন মন্তব্য করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

যদিও গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) নেতৃত্ব ছাড়ার আগে ওয়ার্কলোডকেই দায়ী করেন কোহলি। তিন সংস্করণের নেতৃত্ব দিতে গিয়ে লম্বা সময় ধরে সেঞ্চুরি পাচ্ছেন না তিনি। ২০১৯ সালের নভেম্বরের পর থেকে পঞ্চাশের বেশি ইনিংস খেললেও কোনো সংস্করণের ক্রিকেটে সেঞ্চুরির দেখা পাননি সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

সৌরভ বলেন, 'বিরাট ভারতের ক্রিকেটের সত্যিকারের সম্পদ। সে আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিয়েছে। তিন সংস্করণে সে একজন সফল অধিনায়ক। ভবিষ্যতের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। টি-টোয়েন্টির অধিনায়কত্বের জন্য বিরাটকে আমরা ধন্যবাদ জানাই।

বিসিসিআই সভাপতি সৌরভের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছিলেন কোহলি। এ ছাড়া দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রবি শাস্ত্রীও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কোহলির এমন সিদ্ধান্তে।

কোহলি বলেন, ‘এই সিদ্ধান্ত নিতে আমার সময় লেগেছে। আমি আমার কাছের মানুষদের সাথে অনেক আলোচনা করেছি। লিডারশিপ গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ রবি ভাই (রবি শাস্ত্রী) এবং রোহিতের সঙ্গেও কথা বলেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আমি টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়ছি। সেক্রেটারি জয় শাহ, বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি ও নির্বাচকদের সঙ্গেও আমি এই ব্যাপারে কথা বলেছি।’

২০১৭ সালের জানুয়ারিতে সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের অধিনায়কত্ব পেয়েছিলেন কোহলি। তারপর থেকে ভারতকে ৪৫টি টি-টোয়েন্টিতে ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৭টি ম্যাচে জয়ের দেখা পেয়েছিলেন তিনি।

গুঞ্জন রয়েছে কোহলির বদলি হিসেবে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে রোহিতকে। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ১৯ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে ভারতকে ১৫টি ম্যাচে জিতিয়েছেন রোহিত।