আইপিএল

পান্তের ওপরই ভরসা রাখছে দিল্লী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:40 বৃহস্পতিবার, 16 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ভাগে খেলতে পারেননি দিল্লী ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ফলে দিল্লীকে নেতৃত্ব দিয়েছিলেন ঋষভ পান্ত।

ইতোমধ্যে চোটের পুনর্বাসন শেষ করে দিল্লীর সঙ্গে অনুশীলন শুরু করেছেন আইয়ার। তবে মাঠে ফিরলেও এবারের আসরে উইকেটরক্ষক পান্তের কাছ থেকে নেতৃত্ব ফিরিয়ে নিচ্ছে না দিল্লী।

আইপিএলের প্রথম অংশে পান্তের অধীনে আট ম্যাচের ছয়টিতেই জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে দিল্লী। যে কারণে আসরের বাকি ম্যাচগুলোতেও পান্তের ওপরই ভরসা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

আসরের বাকি ম্যাচগুলোতেও পান্ত অধিনায়ক থাকছে উল্লেখ করে দলটি জানিয়েছে, ‘জেএসডব্লিউ-জিএমআরসহ মালিকানাধীন দিল্লী ক্যাপিটালস আজ ঘোষণা করছে যে, ঋষভ পান্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২১ মৌসুমের বাকি সময় অধিনায়ক হিসাবে থাকছেন।’

২০১৮ সালে মাত্র ২৩ বছর বয়সে দিল্লীর অধিনায়কত্ব পান আইয়ার। এরপর তার অধীনে ২০১৯ সালে প্লে-অফ ও ২০২০ সালে ফাইনালে ওঠে দলটি।

এদিকে আইয়ারের মতো ২৩ বছর বয়সে দিল্লীর অধিনায়কত্ব পান পান্তও। আইপিএলের ইতিহাসে বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, সুরেশ রায়না ও আইয়ারের পর পঞ্চম কমবয়সী অধিনায়ক তিনি।