বাংলাদেশ ক্রিকেট

ওমরাহ পালন করতে গেলেন আফিফ-সোহান-তাসকিনরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:38 বৃহস্পতিবার, 16 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ায় আগামী অক্টোবরের আগে বাংলাদেশের আর কোন খেলা নেই। যে কারণে ছুটি পেয়ে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পবিত্র ওমরাহ পালন করতে গেলেন ৭ ক্রিকেটার।

এই তালিকায় রয়েছেন বিশ্বকাপ দলের পাঁচ সদস্য। যেখানে তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব এবং নাইম শেখ। এ ছাড়া তাইজুল ইসলাম ও জাকির হাসানও গিয়েছেন তাঁদের সঙ্গে। এদিকে তাসকিনের সঙ্গে গিয়েছেন তাঁর বাবা আব্দুর রশিদ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাঁরা। ওমরাহ শেষ করে দেশে আবার ফিরবেন আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের এই সাত ক্রিকেটার।

দেশে ফিরে এক সপ্তাহের বেশি ছুটি কাটানোর সুযোগ পাবেন তাসকিন-সোহানরা। এরপর ছুটি কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। এদিকে বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্প করতে আগামী ৪ অক্টোবর ওমান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

কন্ডিশনিং ক্যাম্প করা ছাড়াও দুই-তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। যেখানে তাঁদের সম্ভাব্য প্রতিপক্ষ স্বাগতিক ওমান, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। এদিকে বাছাই পর্বে ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড বাধা পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে।