ডিপিএল

ডিপিএলের আগে ছোট পরিসরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:06 বুধবার, 15 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে হবে আরেকটি কুড়ি ওভারের বিশ্ব আসর। এই পরিকল্পনার অংশ হিসেবেই ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের আগে একটি সীমিত পরিসরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

এমনটাই নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। করোনা পরিস্থিতির কারণে গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদিও সেই শূন্যতা তারা পূরণ করেছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে। এবার বিপিএলের শূন্যতা পূরণ নয় প্রিমিয়ার লিগের প্রস্তুতি হিসেবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চায় সিসিডিএম।

কাজী এনাম বলেছেন, 'যেহেতু আমাদের বিপিএল গত বছর যেমন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছিল, সেটিই আমাদের প্রধান টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে থাকবে। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগটা প্রস্তুতি হিসেবে খুবই ছোট পরিসরে আমরা টি-টোয়েন্টির একটা টুর্নামেন্ট করতে পারি।

যদিও এই বিষয়টি এখন পর্যন্ত পরিকল্পনার মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান। এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছিল বোর্ড সভাতেই। সময় এবং সুযোগ হলে এই টুর্নামেন্ট বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন এনাম।

তিনি বলেন, 'সে রকম পরিকল্পনা ইতোমধ্যেই আমাদের মেম্বার সেক্রেটারি আলি হাসান ভাই, কো-অর্ডিনেটরের সঙ্গে বোর্ডের মিটিং যখন করেছি তখন প্রস্তাব দেয়া হয়েছে। সেটা আমরা দেখবো, সময় থাকলে অবশ্যই সেটা আমরা করবো।'