আইপিএল

আইপিএলে নিজের ছাপ রেখে যেতে চান ফিলিপস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:07 বুধবার, 15 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পারিবারিক কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে খেলা হচ্ছে না জস বাটলারের। তাই তার বদলি হিসেবে হার্ডহিটার গ্লেন ফিলিপসকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। জনপ্রিয় এই আসরে সুযোগ পেয়ে ফিলিপস জানিয়েছেন, রাজস্থানে বাটলারের বদলি হিসেবে নয় নিজের ছাপ রেখে যেতে সেরাটা দিয়ে চেষ্টা চালিয়ে যাবেন তিনি।

চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোস রয়েলসের হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন ফিলিপস। আসরে এখন পর্যন্ত ৩১.৭৫ গড় ও ১২৮.২৮ স্ট্রাইকরেটে ২৫৪ রান সংগ্রহ করেছেন এই কিউই ক্রিকেটার। যে কারণে তার ওপর চোখ পড়ে আইপিএলের দলগুলোর। তবে বার্বাডোজের মালিকানা থাকায় খুব সহজেই ফিলিপসকে পেয়ে গেছে রাজস্থান।

উইকেটকিপিং ও মানানসই ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন ফিলিপস। তাই রাজস্থান যে ভূমিকা পালনের জন্য তাকে নিজেদের দলে টেনেছে সেটি পরিপূর্ণভাবে করে দেখাতে চান এই ডানহাতি ব্যাটসম্যান। তাকে যেভাবেই ব্যবহার করা হোক না কেন সেটির প্রমাণ দিয়ে দলে নিজের জায়গা তৈরি করতে চান তিনি।

এ প্রসঙ্গে ফিলিপস বলেন, ‘দলে একটি ভূমিকা পালন করানোর জন্য দলটি আমাকে কিনেছে। তাই আমি জসের শূন্যস্থান পূরণ করতে আসিনি। বদলি হয়ে আসার চাইতে আমি আমার জায়গা পরিপূর্ণ করার পাশাপাশি নিজের ছাপ রেখে যেতে চাই। সেটা ওপেনিং হোক, মিডল অর্ডারে হোক, বোলিং হোক, উইকেটকিপার হিসেবে হোক বা মাঠের যেখানেই হোক। দলের জন্য আমার যা করা দরকার আমি তাই করব।’

রাজস্থানে যোগ দেওয়ার পর তাকে স্বাগত জানিয়েছিলেন দলটির অধিনায়ক অ্যান্ড্রু স্যামসন। তাই সেখানে খেলার জন্য মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন ফিলিপস। তাছাড়া কুমার সাঙ্গাকারা দলের গুরুত্বপূর্ণ পদে থাকায় বিষয়টি বাড়তি প্রেরণা যোগায় বলে উল্লেখ করেছেন তিনি।

ফিলিপসের ভাষ্য, ‘আমি যোগদানের পর, স্যামসন আমাকে রয়্যালসে স্বাগত জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিল। যা দেখে সত্যিই ভালো লাগে। সাঙ্গাকারার সঙ্গে আমার পরবর্তীতে আড্ডা হয়েছিল। তবে এটি একটি সাধারণ বিষয় ছিল কারণ আমি আগে তার সঙ্গে জ্যামাইকা তালাওয়াসে খেলেছি।’