টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভালো কিছু করে বিশ্বকাপে বাংলাদেশকে জেতাতে চান তাসকিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:53 বুধবার, 15 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরির কারণে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ দল থেকে জায়গা হারিয়েছিলেন তাসকিন আহমেদ। তবে দুই বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন ডানহাতি এই পেসার। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে বিশ্বকাপ হলেও সেখানে কখনও খেলা হয়নি তাঁর। 

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে খেলার পুরোনো অভিজ্ঞতা না থাকলেও সেখানে নিয়ে বেশ রোমাঞ্চিত তাসকিন। সেই সঙ্গে ভালো কিছু করে বিশ্বকাপে বাংলাদেশকে ম্যাচ জেতাতে চান তাসকিন। বুধবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন ডানহাতি এই পেসার।

এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত, কারণ ওমানে এর আগে আমার কখনো খেলতে যাওয়া হয়নি। এমনকি দুবাইতেও যে ইভেন্টগুলো হয়েছে আমি এখন পর্যন্ত ম্যাচ খেলিনি। ইনশা আল্লাহ আমার জন্য ওমান ও দুবাইতে খেলাটা একদম নতুন হবে যদি সুযোগ হয়। আমি রোমাঞ্চিত, একই সময়ে আমি চাই ভালো কিছু উপহার দিয়ে ম্যাচ জেতানোর।’

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেললেও ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সেভাবে খেলার সুযোগ পাননি তাসকিন। বাংলাদেশের সর্বশেষ ১০ টি-টোয়েন্টির মাত্র একটিতে খেলেছেন ডানহাতি এই পেসার। সেটাও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে। তারপরও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়ে রোমাঞ্চিত তিনি। 

তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছি এবার। আমি খুব রোমাঞ্চিত যে খেলতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি নেয়। যদিও কন্ডিশনের কারণে সর্বশেষ দুইটা টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারিনি কিন্তু শেষ একটা ম্যাচ খেলা হয়েছে।’

ডানহাতি এই পেসার আরও বলেন, ‘প্রস্তুতি অনুযায়ী ওটিস গিবসন ও টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করা হচ্ছে। প্রস্তুতির জন্য ওখানে গিয়েও আমরা বেশ কিছু সময় পাবো। ইনশা আল্লাহ আমার বিশ্বাস আমরা ভালো কিছু করতে পারবো, করা সম্ভব আমাদের দলের।’