বিসিসিআই

ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় নতুন কোচের অধীনে খেলবে ভারত!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:39 বুধবার, 15 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াবেন রবি শাস্ত্রী। দেশটির কয়েকটি গণমাধ্যমের দাবী, দায়িত্ব ছাড়ার বিষয়ে ইতোমধ্যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) জানিয়ে দিয়েছেন তিনি। সূত্রমতে, ২০২১ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে নতুন কোচের অধীনে খেলবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। 

২০১৭ সালে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন শাস্ত্রী। দায়িত্ব পালন করেছেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও। এরপর মেয়াদ শেষ হলেও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করে বিসিসিআই।

ভারতীয় গণমাধ্যম আরও বলছে, শাস্ত্রীর সঙ্গে দায়িত্ব ছাড়ছেন বোলিং কোচ ভারত অরুন এবং ফিল্ডিং কোচ শ্রীধর বিরাটও। তবে ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে ব্যাটিং কোচের দায়িত্বে রেখে দিতে পারে বিসিসিআই। শাস্ত্রীর জায়গায় নতুন কাউকে নিতে ইতোমধ্যে কাজ শুরু করেছে ভারতীয় বোর্ড।

সাক্ষাৎকার প্রক্রিয়ায় নতুন কোচ নিয়োগ দেয়া হবে বলেও জানিয়েছে সূত্রটি। এদিকে জানা গিয়েছেন, শাস্ত্রীর স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন রাহুল দ্রাবিড়। যিনি জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া বীরেন্দ্র শেবাগের নামও শোনা যাচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ১৬ ডিসেম্বর শুরু হবে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সিরিজ। যেখানেই নতুন কোচের অধীনে খেলবে ভারত। তবে এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ভারত। কিন্তু সেই সিরিজে নতুন কোন কোচের অধীনে খেলবেন না কোহলি-রোহিতরা।

সেই হিসেবে শাস্ত্রীর সঙ্গে বিশ্বকাপের পর একমাসের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে পারে বিসিসিআই। এখন পর্যন্ত শাস্ত্রীর অধীনে আইসিসির কোন শিরোপা জিতেনি ভারত। তবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো বিদেশের মাটিতে ইতিহাস গড়ে সিরিজ নিজেদের করে নিয়েছে শাস্ত্রীর শিষ্যরা।