অস্ট্রেলিয়া ক্রিকেট

নারী ক্রিকেটের ‘রোহিত’ হতে চান হিলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:20 বুধবার, 15 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা। ক্রিকেটের তিন ফরম্যাটেই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতেও বেশ পটু ভারতের এই ব্যাটসম্যান। তাই নিজের আইডল হিসেবে রোহিতকে অনুসরণ করে নারী ক্রিকেটে নিজের সেরাটা দিতে চান অ্যালিসা হিলি।

সদ্যই শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে সফল ছিলেন রোহিত। চারটি টেস্টের আট ইনিংসে মোট ৩৬৮ রান সংগ্রহ করেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। সিরিজের প্রথম টেস্টে ভালো না করতে পারলেও পরের তিন টেস্টে তিন হাফ সেঞ্চুরির সঙ্গে একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের হয়ে লম্বা সময় ধরে ওপেনিং করে আসছেন হিলি। অস্ট্রেলিয়া পুরুষ দলে ডেভিড ওয়ার্নারের মতো ওপেনার থাকলেও ভারতের রোহিতকেই বেশি পছন্দ হিলির। সাদা বলের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও রোহিত স্বাচ্ছন্দে খেলতে পারায় তাকে প্রশংসায় ভাসান এই উইকেটরক্ষক-ব্যাটার।

এ প্রসঙ্গে হিলি বলেন, ‘আমি মনে করি নিজেকে আরো সময় দেওয়ার ক্ষমতা আশীর্বাদস্বরূপ। আধুনিক টেস্ট খেলা দেখার পাশাপাশি কিভাবে এটি অনেকটা পরিবর্তিত হয়েছে তা আমি পর্যবেক্ষণ করি। আমি রোহিত শর্মার মতো একজনকে দেখছি, যিনি বিশ্বের সবচেয়ে বিধ্বংসী সাদা বলের ব্যাটসম্যানদের একজন। তা সত্ত্বেও সে টেস্ট ক্রিকেটে সত্যিই সফল ওপেনার।’

ইংল্যান্ড সিরিজে রোহিতের পারফরম্যান্সে নিজের মুগ্ধতার কথা জানান হিলি। ওপেনিংয়ে দারুণ শুরু করে রোহিত ভারতকে অসংখ্যবার সুবিধাজনক অবস্থানে নিয়ে গিয়েছিল বলে উল্লেখ করেন তিনি। রোহিতের এমন দক্ষতা মন ছুঁয়েছে হেলির।

তিনি আরো বলেন, ‘তার মতো ক্রিকেটারকে দেখুন। তিনি কীভাবে সমস্ত ফরম্যাটে তার দক্ষতাগুলো রপ্ত করে থাকে। সে সম্পর্কে চিন্তা করুন, আমি কি এটার প্রতিফলন ঘটাতে পারি?’